মাথাভাঙ্গা মনিটর: ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সাথে স্বাধীনতাকামীদের বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছে। এর মধ্যে একজন বেসামরিক ব্যক্তি রয়েছে বলে ইরানের একটি সংবাদমাধ্যম জানিয়েছে। খবরে বলা হয়েছে শুক্রবার ভোরে কাশ্মিরের দক্ষিণে কুলগাম জেলার চেনিগাম গ্রামে নিরাপত্তা বাহিনীর সাথে স্বাধীনতাকামীদের ভয়াবহ গুলি বিনিময় হয়। ভারতের সেন্ট্রাল রিজার্ভ ফোর্সের মহাপরিদর্শক নলিন প্রভাত এ কথা জানান। তিনি দাবি করেন, বন্দুকযুদ্ধে দুজন স্বাধীনতাকামী এবং একজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। তবে স্থানীয় লোকজন জানিয়েছে, ওই এলাকায় ভারতীয় সেনাদের ব্যাপক উপস্থিতির প্রতিবাদে বিক্ষোভ করলে নিরাপত্তা বাহিনী একদল সাধারণ মানুষের ওপর গুলি চালায়। এতেই মারা গেছে ওই বেসামরিক ব্যক্তি। ভুয়া এনকাউন্টারে তিন মুসলমানকে হত্যার দায়ে দু কর্মকর্তাসহ সাত সেনাকে কারাদণ্ড দেয়ার একদিন পর নতুন করে এ হত্যাকাণ্ড ঘটলো।