স্টাফ রিপোর্টার: টেস্টের পর এবার ওয়ানডে দল থেকেও বাদ পড়লেন নাসির হোসেন। জিম্বাবুয়ে বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য ১৩ সদ্যসের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই দলে জায়গা হয়নি নাসিরের। প্রথমবারের ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন লেগ স্পিনার জুবায়ের হোসেন। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে টুয়েন্টি-টুয়েন্টি, টেস্ট ও ওয়ানডে তিন ফরম্যাটের দলেই ছিলেন নাসির। তবে দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দলে জায়গা হয়নি তার। এবার ওয়ানডে দল থেকেও বাদ পড়লেন নাসির। আর প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেলেন টেস্টে দারুণ পারফর্ম করা তরুণ লেগ-স্পিনার জুবায়ের হোসেন। সাথে আবারো ডাক পেয়েছেন অলরাউন্ডার সাব্বির রহমান। এছাড়া দলে ফিরিয়ে আনা হয়েছে আরাফাত সানিকে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে আগামী ২১ ও ২৩ নভেম্বর প্রথম ও দ্বিতীয় ওয়ানডে খেলবে বাংলাদেশ। ওয়ানডে দলের নেতৃত্বে থাকবেন মাশরাফি কিন মর্তুজা। বাংলাদেশ স্কোয়াড : মাশরাফি বিন মতুর্জা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহঅধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক, মোমিনুল হক, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, ইমরুল কায়েস, আল-আমিন হোসেন, রুবেল হোসেন, আরাফাত সানি ও জুবায়ের হোসেন।