কালিগঞ্জ বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে চুয়াডাঙ্গা শেখ রাসেল ক্রীড়াচক্র কোয়ার্টার ফাইনালে উন্নীত। রাব্বির হ্যাট্টিক।

 

ক্রীড়া প্রতিবেদক: ঝিনাইদহ জেলার কালিগঞ্জে অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চুয়াডাঙ্গা শেখ রাসেল ক্রীড়াচক্র কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়েছে। স্ট্রাইকার রাব্বির হ্যাটট্রিকের সুবাদে শেখ রাসেল ক্রীড়াচক্র জয়লাভ করে ৪-০ গোলে। গতকাল শনিবার কালিগঞ্জের নলডাঙ্গা স্কুলমাঠে মুখোমুখি হয় ঢাকা সাভার জেলা দল ও চুয়াডাঙ্গা শেখ রাসেল ক্রীড়াচক্র। ঢাকার বিভিন্ন নামী-দামি ক্লাব ফুটবলের খেলোয়াড় সমন্বয়ে গঠিত সাভার দলের খেলোয়াড়দেরকে সমীহ দেখিয়ে খেলা শুরু করে চুয়াডাঙ্গার শেখ রাসেল ক্রীড়াচক্রের খেলোয়াড়রা। সর্তকতার সাথে দেখে-শুনে খেলতে থাকায় প্রথমার্ধ থাকে গোলশূন্য। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে শেখ রাসেল ক্রীড়াচক্রের খেলোয়াড়রা আক্রমাণত্মক হয়ে ওঠে। স্ট্রাইকার রাব্বী খেলার ৪৭, ৫২ ও ৫৯ মিনিটে গোলকরে নিজের হ্যাটটট্রিক পূরণসহ দলকে এগিয়ে নেন ৩-০ ব্যবধানে। খেলা শেষ হওয়ার দু-মিনিট আগে সাভার দলের কফিনে শেষ পেরেক ঠোকার মতো চতুর্থ গোলটি করেন অভিজ্ঞ মুরাদ ফেরদৌস। শেষ পর্যন্ত খেলার ফলাফল দাড়ায় ৪-০ গোলে। এ জয়ের সুবাদে চুয়াডাঙ্গা শেখ রাসেল ক্রীড়াচক্র কোর্য়াটার ফাইনালে উন্নীত হয়। খেলার মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ যোগাচ্ছিলেন শেখ রাসেল ক্রীড়াচক্রের সভাপতি তরুণ ক্রীড়াসংগঠক নঈম হাসান জোয়ার্দ্দার। ম্যানেজারের দায়িত্ব পালন করেন সাইফ রাসেল। পরবর্তী ম্যাচে মেহেরপুর ও রাজশাহী জেলাদলের মধ্যে অনুষ্ঠিত বিজয়ী দলের সাথে লড়বে শেখ রাসেল ক্রীড়াচক্র।