ব্যাডমিন্টন খেলা শেষে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিপত্তি
স্টাফ রিপোর্টার: ব্যাডমিন্টন খেলা শেষে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করণের সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা গেছে ভি.জে স্কুলের মেধাবী ছাত্র ফাহিম। গতরাত সোয়া ১১টার দিকে চুয়াডাঙ্গা মসজিদপাড়ায় এ ঘটনা ঘটে। অবৈধভাবে বিদ্যুত সংযোগ নিয়ে খেলতে গিয়ে এ বিপত্তি দেখা গিয়েছে এলাকাসূত্রে জানা গেছে।
চুয়াডাঙ্গা মসজিদপাড়ার জামে মসজিদের পাশেই একটা ফাঁকা স্থানে প্রায়ই ব্যাডমিন্টন খেলতো ছেলেরা। গতরাতেও বেশ কয়েকজন ব্যাডমিন্টন খেলা করে। রাত সোয়া ১১টার দিকে বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন করতে যায় মসজিদপাড়ার টুটুল হকের ছেলে ফাহিম। এ সময় একটি লিক থেকে বিদ্যুতস্পৃষ্ট হয় সে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. মশিউর রহমান তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত ফাহিম (১৪) চুয়াডাঙ্গা ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির মেধাবী ছাত্র।
সূত্র জানায়, শীতের আগমনে শহরের বিভিন্ন স্থানে অনেকেই বিদ্যুত লাইন থেকে অবৈধভাবে বিদ্যুত সংযোগ নিয়ে ব্যাডমিন্টন খেলে থেকে। ফলে বুঝে না বুঝে অনেকেই অঘটনের শিকার হচ্ছে। বিষয়টি বিদ্যুত বিভাগ জেনেও না জানার ভান করে থাকে বলে সচেতন মহলের অভিযোগ। গত ৫ নভেম্বর আলমডাঙ্গার হাউসপুরে এভাবে বিদ্যুত সংযোগ নিয়ে ব্যাডমিন্টন খেলতে গিয়ে গ্রামের জিকুর ছেলে এসএসসি পরীক্ষার্থী নাঈম বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা যায়।