মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন বারাক ওবামা

 

মাথাভাঙ্গা মনিটর: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মিয়ানমার সফরে এসে এক ভাষণে বলেছেন, দেশটির রাখাইন রাজ্যে মানবাধিকার পরিস্থিতি নিয়ে আমেরিকা এখনো গভীরভাবে উদ্বিগ্ন।
মিয়ানমার বা বার্মার সাম্প্রতিক রাজনৈতিক সংস্কারের জন্য সরকারের প্রশংসা করলেও প্রেসিডেন্ট ওবামা রাখাইন প্রদেশে রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের অবস্থার কথা তুলে ধরেন। রাখাইন রাজ্যে জাতিগত সংখ্যালঘুদের বৈষম্য এবং নির্যাতনের মধ্যে দিন কাটাতে হচ্ছে, রেঙ্গুন বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উদ্দেশে এক বক্তৃতায় বারাক ওবামা বলেন। রাখাইন রাজ্যে অনেক বছর ধরে মুসলিম রোহিঙ্গারা নির্যাতনের শিকার হচ্ছে। ওবামা আরো বলেন, জাতিগত সংখ্যালঘু এবং সাংবাদিকরাও আক্রমণের শিকার হচ্ছে। এজন্য মার্কিন যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। প্রেসিডেন্ট ওবামা বলেন, আমেরিকা মিয়ানমারকে এমন একটি দেশ হিসেবে দেখতে চায়, যেখানে যেখানে রাজনৈতিক কর্মী ও সংবাদমাধ্যম স্বাধীন এবং জাতিগত সংখ্যালঘুরা নির্ভয়ে বাস করতে পারে।

Leave a comment