আলমডাঙ্গা ব্যুরো: দীর্ঘদিন পর গতকালের প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে আলমডাঙ্গার ফুটবল খেলা জগত যেন প্রাণ ফিরে পায়। গতকাল শুক্রবার আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের এটিম মাঠে বিকেল ৩টায় প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়। খেলায় আলমডাঙ্গা ও খুলনা রিয়েল ক্লাব অংশগ্রহণ করে। খেলায় উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক খন্দকার জিহাদী জুলফিকার টুটুলের সভাপতিত্বে চুয়াডাঙ্গার পৌর মেয়র জাতীয় ক্রীড়া সংগঠক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন প্রধান অতিথি থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন, পৌর মেয়র আলহাজ মীর মহিউদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুসা, বিআরডিবির চেয়ারম্যান মহিদুল ইসলাম মুহিদ, আলমডাঙ্গা থানার তদন্ত অফিসার নাজমুল হুদা, চুয়াডাঙ্গা পাইন ক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শাহান, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সম্পাদক মীর গোলাম মোস্তফা মহর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানার সেকেন্ড অফিসার এসআই জুয়েল ইসলাম, এসআই জিয়া, এসআই জসিম, জেলা যুবলীগ নেতা জামান হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক আহসান উল্লাহ, যুগ্মআহ্বায়ক সাজ্জাজুল ইসলাম স্বপন, পৌর যুবলীগের সম্পাদক আনোয়ার হোসেন সোনাহার, সাইফুর রহমান পিন্টু, মিজানুর রহমান মিজান ও জাহিদুল ইসলাম। খেলায় সার্বিক সহযোগিতা করেন মীর আসাদুজ্জামান উজ্জল, মুন্না, হারুন মৌসুম প্রমুখ। প্রীতি ফুটবল টুর্নামেন্টে খুলনা রিয়েল ক্লাব ৩-২ গোলে আলমডাঙ্গা একাদশকে হারিয়ে জয়ী হয়েছে। আলমডাঙ্গা একাদশের অধিনায়ক ছিলেন শরিফুল ইসলাম ও রিয়েল ক্লাবের অধিনায়ক ছিলেন খুলনা থানার ওসি সুকুমার বিশ্বাস। এ সময় বক্তরা বলেন, খেলাধুলা ও সাংস্কৃতি চর্চা শরীর-মনকে স্বাভাবিক বিকাশে সহায়তা করে। লেখাপড়ার একঘেয়েমি রোধ করতে খেলাধুলা ও সংস্কৃতি চর্চা প্রয়োজন। লেখাপড়ার পাশাপাশি ছেলে-মেয়েদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে। খেলাধুলার মাধ্যমেই দেশের পরিচয় তুলে ধরা যায় গোটা বিশ্বে। বর্তমানের ছেলেরা নেশার কারণে খেলাধুলা ভুলেই গেছে। যখন খেলার সময় তখন ছেলেরা ফেনসিডিল, ইয়াবা, হেরোইন ও গাঁজা সেবন করে জীবনটা ধংস করে ফেলছে। সেজন্য বেশি বেশি খেলাধুলার আয়োজন করতে হবে।