স্টাফ রিপোর্টার: জুবায়ের হোসেনের নৈপুণ্যে চট্টগ্রাম টেস্টে বড় লিড পেয়েছে বাংলাদেশ। দুটি শতরানের জুটি ভাঙা শফিউল ইসলামের অবদানও এতে কম নয়। তৃতীয় দিনের শেষ সেশনে ৩৭৪ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে ৫০৩ রান করায় ১২৯ রানের লিড পায় স্বাগতিকরা। সবমিলিয়ে ১৫২ রানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ২৩ রান। ইমরুল কায়েস ১১ ও তামিম ইকবাল ৮ রান নিয়ে উইকেটে আছেন। গতকাল শুক্রবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১ উইকেটে ১১৩ রান নিয়ে খেলা শুরু করে জিম্বাবুয়ে। দিনের প্রথম ঘণ্টা কোনো ক্ষতি ছাড়াই কাটিয়ে দেন হ্যামিল্টন মাসাকাদজা ও সিকান্দার রাজা। এ সময় সিরিজে বাংলাদেশের সেরা দুই বোলার সাকিব আল হাসান ও তাইজুল ইসলামকে সহজেই খেলছিলেন তারা। দ্বিতীয় ঘণ্টায় হ্যামিল্টনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে বিদায় করে দ্বিতীয় উইকেটের প্রতিরোধ ভাঙেন শফিউল। হ্যামিল্টনের বিদায়ে ভাঙে ১৬০ রানের রেকর্ড জুটি। দ্বিতীয় উইকেটে এটাই জিম্বাবুয়ের সেরা জুটি। এতোদিন রেকর্ডটি ছিলো অ্যালিস্টার ক্যাম্পবেল ও মার্ক ডেকারের অধিকারে। ১৯৯৩ সালে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে ১৩৫ রানের জুটি গড়েছিলেন তারা। এরপর জোড়া আঘাতে ব্রেন্ডন টেইলর ও রাজাকে বিদায় করে স্বাগতিকদের চালকের আসনে নিয়ে আসেন লেগস্পিনার জুবায়ের হোসেন। জুবায়েরের বল এগিয়ে এসে মারতে গিয়ে অনেক ওপরে তুল দেন টেইলর। বলের পিছনে ছুটছিলেন বাংলাদেশের তিন ফিল্ডার। এক জন থেমে গেলেও অন্য দুই জন মুখোমুখি সংঘর্ষের দিকে যাচ্ছিলেন। শেষ পর্যন্ত তা হয়নি, তাইজুল চমৎকার এক ক্যাচ ধরে টেইলরের দ্রুত বিদায় নিশ্চিত করেন। এক বল পর রাজাকে ফেরান জুবায়ের। লাফিয়ে উঠা বল রাজার ব্যাটের কানায় লেগে স্লিপে মাহমুদুল্লাহর হাতে জমা পড়ে। মধ্যাহ্ন-বিরতির পর ক্রেইগ আরভিনকে বোল্ড করে নিজের তৃতীয় উইকেট নেন জুবায়ের। এরপরই এল্টন চিগুম্বুরাকে নিয়ে প্রতিরোধ গড়েন রেগিস চাকাবভা। ষষ্ঠ উইকেটে এই দুই জনের ১১৩ রানের জুটি ভাঙার কৃতিত্ব শফিউলের। দ্বিতীয় নতুন বলে চাকাবভাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন এই পেসার। জিম্বাবুয়ের সংগ্রহ সাড়ে তিনশ’ পার হওয়ার পর আঘাত হানেন সাকিব ও তাইজুল। রিচমন্ড মুতুমবামিকে ফিরিয়ে চট্টগ্রাম টেস্টে নিজের প্রথম উইকেট নেন সাকিব। শিঙ্গি মাসাকাদজাকে বিদায় করে নিজের প্রথম উইকেট নেন তাইজুল। বিপজ্জনক হয়ে ওঠা এল্টন চিগুম্বুরাকে ইমরুল কায়েসের ক্যাচে পরিণত করে নিজের চতুর্থ উইকেট নেন জুবায়ের। টেস্টে প্রথমবারের মতো পাঁচ উইকেট নিতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি এ লেগস্পিনারকে। নাটসাই মুশাংওয়েকে মাহমুদুল্লাহর ক্যাচে পরিণত করে জিম্বাবুয়েকে ৪শ রানের আগেই গুটিয়ে দেন জুবায়ের। ৯৬ রানে ৫ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার জুবায়ের। ৫০ রানে ২ উইকেট নেয়া শফিউলের অবদানও কম নয়।