দর্শনা অফিস: দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির আয়োজনে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এ খেলায় ব্যবসায়ী সমিতির সদস্য হাফিজ মল্লিকের দলকে হারিয়ে আব্দুল আলিমের দল হয়েছে চ্যাম্পিয়ন। গতকাল শুক্রবার বিকেলে দর্শনা কেরুজ বাজারমাঠে অনুষ্ঠিত দোকান মালিক সমিতির আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশ নিয়ে বাজারের ব্যবসায়ী সমিতির ৬নং ওয়ার্ড সদস্য হাফিজ মল্লিকের দলকে ১-০ গোলে হারিয়ে ২নং ওয়ার্ডের সদস্য আব্দুল আলীমের দল জিতেছে। দোকান মালিক সমিতির সভাপতি তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দর্শনা পৌর মেয়র মহিদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, সাবেক মেয়র মতিয়ার রহমান, দোকান মালিক সমিতির সাবেক সভাপতি হাজি খন্দকার শওকত আলী, সৈয়দ মজনুর রহমান, কেরুজ শ্রমিক নেতা মাসুদুর রহমান, বর্তমান পরিষদের সাধারণ সম্পাদক সাবির হোসেন মিকা, খন্দকার জহিরুল ইসলাম, আজিজুল হক, শামসুল ইসলাম, রতন মিয়া, মোখলেসুর রহমান প্রমুখ। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের কমিটির পাশাপাশি দর্শনা আল্লাহর দান হোটেলের স্বত্বাধিকারী খন্দকার জহিরুল ইসলামের ব্যক্তিগত অর্থায়নে খেলোয়াড়দের মধ্যে বিতরণ করা হয় পুরস্কার। টুর্নামেন্টের সেরা খেলোয়ারের পুরস্কার পেয়েছেন পৌর কাউন্সিলর রবিউল হক সুমন, ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন কাপড় ব্যবসায়ী রবিউল ইসলাম, সেরা খেলোয়াড় ও আকর্ষণীয় গোলদাতা হিসেবে পুরস্কার পেয়েছেন সাংবাদিক হারুন রাজু। ধারাভাষ্যের জন্য পুরস্কৃত হয়েছেন সাংবাদিক হানিফ মণ্ডল ও প্রভাষক রুবেল আহেম্মদ।