ডিপিএল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা

 

দর্শনা অফিস: দর্শনা প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে দর্শনা কলেজমাঠে অনুষ্ঠিত এ ফাইনাল খেলায় অংশ নিয়ে প্রত্যয় যুব সংঘকে ২২ রানে হারিয়ে দর্শনা ড্রাগন ক্লাব জিতেছে। খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণকালে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক দামুড়হুদা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মঞ্জু। বিশেষ অতিথি ছিলেন দর্শনা পৌর মেয়র মহিদুল ইসলাম, সাবেক মেয়র মতিয়ার রহমান, শিক্ষক নেতা হারুন অর রশিদ জুয়েল, সাবেক ফুটবলার গিয়াস উদ্দিন পিনা, দর্শনা প্রেসক্লাবের সভাপতি হানিফ মণ্ডল, সাধারণ সম্পাদক ইকরামুল হক পিপুল, পৌর কাউন্সিলর রবিউল হক সুমন, জাহাঙ্গীর আলম চঞ্চল, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি শরিফুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক বাকী বিল্লাহ, খেলা পরিচালনা করেন মুন্না ও বাকী।

Leave a comment