শুভ অধিবাস আগমনী সন্ধ্যায় উৎসবের আমেজ : ১৬ প্রহরব্যাপী অখণ্ড শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ শুরু

বিশেষ কুইজে বিজয়ের খবরে ঘুম না হওয়া উত্তেজনা : শ্রীমতি তারা দেবীর দেয়া টাকা নিয়ে হেলিকপ্টারে উড়লেন ওরা

 

স্টাফ রিপোর্টার: বিশেষ কুইজ বিজয়ে যারা হেলিকপ্টারে চেপে আকাশপথে ঢাকায় গেলেন, তাদের কেউ চা দোকানি, কেউ রঙ মিস্ত্রি। একজন অবশ্য বিয়েশাদিতে মধ্যস্থতাকারী তথা ঘটক। ঢাকায় যাবে হেলিকপ্টারে, ফিরবে কীভাবে? মূলত এটা ভেবেই বিশেষ কুইজ আয়োজক দিলীপ কুমার আগরওয়ালার মা শ্রীমতি তারা দেবী হেলিকপ্টার থেকে নেমে কালবিলম্ব না করে কাছে টানলেন বিজয়ীদের। কুশল বিনিময়ের মাঝে বিজয়ীদের হাতে তুলে দিলেন ঢাকা ঘোরার কিছু টাকা।

বিশেষ কুইজ অংশ নিয়ে বিজয়ী হওয়ার খবর মোবাইলফোনে পৌঁছে দেন মাথাভাঙ্গার ম্যানেজার। খবর পেয়ে বিজয়ীদের ঘুম হারাম। ঘুমোতে পারেনি বিজয়ী চুয়াডাঙ্গা কোর্টপাড়ার মানিক মিয়ার ছেলে ইমরান, পলাশপাড়ার শুকুর আলীর ছেলে সুমন আলী ও আলমডাঙ্গা খাসকররা কাবিলনগরের মোহাম্মদ আলীর ছেলে হাসান হাবিব। ইমরান চা বিক্রেতা। সুমন রঙ মিস্ত্রি। হাসান হাবিব ঘটক। মাঝে মাঝে সহকারী কাজি হিসেবে বিয়েও পড়ান তিনি। এদের সাথে অবশ্য হেলিকপ্টারের যাত্রী হয়েছেন দামুড়হুদার কার্পাসডাঙ্গা সাহিত্য সংসদের সভাপতি শুকনাল। সকালেই এরা মাথাভাঙ্গা দফতরে হাজির হন। বেলা ১২টায় চুয়াডাঙ্গা টাউন ফুটবলমাঠে হেলিকপ্টার অবতরণের অপেক্ষা। ঘড়ির কাঁটা দেড়টা ছুঁই ছুঁই। তখন অবতরণ। নামলেন ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার, স্ত্রী সবিতা দেবী, পিতা-মাতা, ছোট ভাই, ছোট ভাইয়ের স্ত্রী।

কুইজ বিজয়ীদের হেলিকপ্টারে উড়িয়ে দিলীপ কুমার তার পরিবারের সদস্যদের সাথে নিয়ে যান সোজা পান্না সিনেমাহল প্রাঙ্গণে আয়োজিত শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞানুষ্ঠানে। তৃতীয়তম বার্ষিক ১৬ প্রহরব্যাপি অখণ্ড এ আয়োজনের সন্ধ্যায় ছিলো শুভ অধিবাস আগমনী উৎসবের আমেজ। সঙ্গীত পরিবেশনে শিল্পীরা মাতিয়ে তোলেন ভক্ত পদরাজি পরিবারগুলোর সদস্যদের। পান্না সিনেমাহল তথা রূপছায়া প্রাঙ্গণে গতরাত ১০টায় শুভ অধিবাসের মধ্যদিয়ে ১৬ প্রহর অখণ্ড শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে। আজ শনিবার অরুণোদয় থেকে রোববার ব্রহ্মমুহূর্ত চলবে আয়োজন। সোমবার সূর্যোদয়ে প্রস্তাবিত যজ্ঞ বিশ্রাম, সকালে নগর কীর্তন, ১০টায় পদাবলী কীর্তন, মধ্যাহ্নে ভোগ আরতি, প্রসাদ বিতরণ ও ভক্তসেবা। সকল আয়োজনে সকলকে বিনয়াবত কৃপাপ্রার্থনা করেছে আগরওলা পরিবারবর্গ। মহানাম সুধা পরিবেশনায় রয়েছে পাংশার নিতাই গৌর সম্প্রদায়, যশোরের রাম মন্দির সম্প্রদায়, বাগেরহাটের মহামায়া সম্প্রদায়, যশোর নওয়াপাড়ার মা প্রতিমা সম্প্রদায়, যশোরের গৌরভক্ত সম্প্রদায়, ঝিনাইদহের রাজলক্ষ্মী সম্প্রদায় ও চুয়াডাঙ্গার সনাতন সৎ সংঘ সম্প্রদায়।

দিলীপ কুমার বাংলাদেশ জুয়েলার্স সমিতির সিনিয়র সহসম্পাদক নির্বাচিত হয়েছেন। এ পদে তিনি দায়িত্ব পেয়ে শপথ গ্রহণের পর গতকাল চুয়াডাঙ্গায় ফিরলে তার বন্ধুমহলসহ জুয়েলারি সমিতির অনেকেই ফুল দিয়ে অভিনন্দন জানান। সম্প্রতি তিনি সিনিয়র সহসম্পাদক নির্বাচিত হলে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ তার হাতে ক্রেস্ট তুলে দেন। আয়োজনের এক পর্যায়ে দিলীপ কুমারের সাথে একান্তে আলোচনাও করেন। সমিতির কনিষ্ঠ সদস্য হিসেবে অন্তভুক্ত হয়েছেন রিপনুল হাসান। তিনি‌ও চুয়াডাঙ্গারই সন্তান। গতকাল তিনিও চুয়াডাঙ্গায় ফেরেন। তাকেও দৈনিক মাথাভাঙ্গা পারিবারের পক্ষে অভিনন্দিত করা হয়।

দিলীপ কুমার আগরওয়ালা বাংলাদেশ জুয়েলার্স সমিতির সিনিয়র সহসম্পাদক নির্বাচিত হওয়ার পাশাপাশি ঢাকাস্থ ব্রাদার্স ইউনিয়নের সিনিয়র সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। তাকে চুয়াডাঙ্গায় পেয়ে অভিনন্দন জানান মাথাভাঙ্গা সম্পাদক প্রেসক্লাব সেক্রেটারি সরদার আল আমিন, ডিটি কনস্ট্রাকশনের অন্যতম স্বত্বাধিকারী ওয়ায়েচ কুরুনী টিটো, ইটালি প্রবাসীর ভেনাস সংগঠনের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, ঠিকাদার রতন আলী, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সমন্বয় পরিষদের চুয়াডাঙ্গার যুগ্ম সম্পাদক কিশোর কুমার, বড় বাজার দুর্গামন্দিরের সভাপতি কিশোর কুমার আগরওয়ালা, পলাশ কুমার সাহা, পবিত্র কুমার আগরওয়ালা, শঙ্কর কুমার দে প্রমুখ।