রাতে মাথাভাঙ্গা ব্রিজের কোণে আগুন এবং

 

স্টাফ রিপোর্টার: বুঝে নাকি না বুঝেই অচেনা আগতক আগুন লাগিয়েছে চুয়াডাঙ্গা বড়বাজার মাথাভাঙ্গা ব্রিজের এক কোণে? যেখানে আন্তর্জাতিক টেলিযোগাযোগের কেবল, সেখানেই কেন আগুন ধরিয়ে উদাস মনে উষ্ণতা নেয়ার ভান ধরে বসে ছিলেন তিনি? উন্মাদ আচরণে জবাব মেলেনি। অবশ্য আগুন নেভাতে হয়েছে ফায়ার স্টেশনের সদস্যদের।

অপরিচিত ব্যক্তি স্থানীয়দের জিজ্ঞাসাবাদে পরিচয় দিতে গিয়ে বলেছে, নাম আব্দুল মান্নান। বয়স ৫০ বছর। বাড়ি দামুড়হুদার বাস্তপুরে। পিতা মৃত দীনমোহাম্মদ। কেন ব্রিজের কোণে টেলিফোনের তারের পাশে আগুন ধরানো হলো? বড় ধরনের নাশকতা নয়, শীতের রাতে আগুনের উষ্ণতা নেয়ার জন্যই আগুন ধরিয়েছিলাম বলে দাবি তার। অবশ্য তার এ দাবি উপস্থিত জনতা বিশ্বাসও করেছে। যদিও আগুনে তীব্রতা অল্প সময়ের মধ্যেই ভয়াবহ রূপ নিতে বসে। দ্রুত খবর দেয়া হয় ফায়ার স্টেশনে। পৌনে ১১টার দিকে ফায়ার স্টেশনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে নেন। অচেনা আগতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদও করা হয়।