মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩৪টি যানবাহন মালিকের জরিমানা

মেহেরপুর অফিস: মেহেরপুরের বিভিন্ন রুটে চলাচলকারী ফিটনেস ও নিবন্ধনবিহীন এবং অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান অব্যহত রয়েছে। এর অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার মেহেরপুর-কুষ্টিয়া সড়কের আলমপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় ৩৪টি যানবাহান মালিকের কাছ থেকে ১২ হাজার ৩শ টাকা জরিমানা আদায় করা হয়।

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) মেহেরপুর সার্কেলের উদ্যোগে ওই অভিযান চালানো হয়। অভিযানে বাস, ট্রাক, মাইক্রোবাস, মোটরসাইকেল, ইজিবাইক, থ্রি-হুইলার ও শ্যালোইঞ্জিনচালিত অবৈধ যানবাহন আটক করা হয়। নিবন্ধন, রুট পারমিট, ট্যাক্স টোকেন, ফিননেস ও ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করা হয়। যথাযথ কাগজপত্র না থাকায় ৩৪টি মামলায় যানবাহন মালিকদের কাছ থেকে ১২ হাজার ৩শ টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার আনোয়ার পারভেজ। অভিযানে আরো উপস্থিত ছিলেন বিআরটিএ মেহেরপুর সার্কেলের মোটরযান পরিদর্শক ফয়েজ আহম্মেদসহ বিআরটি প্রতিনিধি ও পুলিশ সদস্যবৃন্দ।