শিশু আবু বক্করকে বাঁচাতে এগিয়ে আসার আহ্বান

 

স্টাফ রিপোর্টার: শিশু আবু বক্করের জীবন বাঁচাতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। চুয়াডাঙ্গা পলাশপাড়ার মানবতা ফাউন্ডেশন। মানবতার সংস্থার নির্বাহী পরিচালক অ্যাড. মানি খন্দকার স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে, চুয়াডাঙ্গা পৌর এলাকার জোহামুন্সিপাড়ার ফুলসুরাতন খাতুনের ছেলে আবু বক্কর (৪) মরণব্যাধি থ্যালাসেমিয়া রোগে ভুগছে। তার বাবা ছেড়ে চলে যাওয়ার পর মা ফুলসুরাতন অন্যের বাড়ি ঝিয়ের কাজ করেন। ২০১১ সালে শিশু আবু বক্করের রক্তে ইবিটা থ্যালাসেমিয়া ধরা পড়ে। প্রতিমাসে একবার রক্ত পরিবর্তন করতে হয়। তাতে প্রয়োজন হয় ৩ হাজার টাকারও বেশি। দরিদ্র মা দু বেলা দু মুঠো খাবারই দিতে পারে না তারপর রক্ত দিতে কোথা থেকে? বিয়ষটি জানতে পেরে চুয়াডাঙ্গা পলাশপাড়ার মানবতা ফাউন্ডেশন পাশে দাঁড়িয়ে ফুলসুরাতনের নামে অগ্রণী ব্যাংক কেদারগঞ্জ শাখায় একটি সঞ্চয়ী হিসাব খুলে দিয়েছে। যার নং ৯৩৬৬। শিশু আবু বক্করকে বাঁচাতে বাংলাদেশ থাইলেরিয়া অ্যান্ড জেনারেল হাসপাতালে ভর্তি চিকিৎসা করাতে খরচ লাগবে ৫ লক্ষাধিক টাকা। টাকা জোগাড় করা তা মায়ের পক্ষে সম্ভব নয়। শিশু আবু বক্করকে বাঁচতে মানবতার পক্ষে সামজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। এছাড়া মানবতার পক্ষে থেকে চুয়াডাঙ্গা সকল শিক্ষাপতিষ্ঠানে ক্যাম্পিং করাসহ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে অর্থ জোগাড় করা হবে। মানবতা এ বিষয়ে খুব অচিরে সামাজিক সংগঠনসমূহকে নিয়ে শিশু আবু বক্কর জীবন সহয়তা কমিটির গঠন করা হবে।