তিতুদহ ক্যাম্প পুলিশ এজাহারভুক্ত দু আসামি ধরে বেকায়দায় : আসামি ছাড়াতে তদবিরকারীদের সাথে পুলিশের বাগবিতণ্ডা

 

আলম আশরাফ: চুয়াডাঙ্গা সদরের তিতুদহ ক্যাম্প পুলিশ এজাহারভুক্ত মামলার দু আসামি গ্রেফতার করে বেকায়দায় পড়েছে। আসামি ছাড়িয়ে নিতে ক্যাম্পে তদবিরকারীদের ভিড়। ভিড় সামাল দিতে তদবিরকারীদের সাথে পুলিশের বাগবিতণ্ডা।

পুলিশ জানায়, গত বুধবার রাত তিনটার দিকে তিতুদহ ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই ওলিয়ার রহমান অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের হারদাচাঁদপুর গ্রামের আকুল মণ্ডলের ছেলে জহির উদ্দিন এবং তার ছেলে সবুজকে একটি নিয়মিত মামলার এজাহারভুক্ত আসামি হওয়ায় বাড়ি থেকে গ্রেফতার করেন। আসামি নিয়ে ক্যাম্পে আসার পর অর্ধশত লোক সকাল ৬টার দিকে আসামি ছাড়াতে ক্যাম্পে ভিড় জমায়। এতো লোক দেখে ক্যাম্প ইনচার্জ ক্যাম্প থেকে ক্যাম্পের বাইরে চলে যেতে বলে লোকজনকে। এ সময় তদবিরকারী এবং পুলিশের সাথে ব্যাপক বাগবিতণ্ডা বেঁধে যায়। পরিস্থিতি সামাল দিতে গ্রেফতারকৃতদের চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চেলের সৃষ্টি করেছে। এ বিষয়ে ওলিয়ার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বেআইনি আবদার না রাখায় এ ধরনের ঘটনা ঘটেছে।

Leave a comment