চুয়াডাঙ্গার বিশিষ্ট চিকিৎসক রজব আলীর ইন্তেকাল

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার বিশিষ্ট চিকিৎসক ডা. রজব আলী আর নেই (ইন্নালিল্লাহে……রাজেউন)। গত বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগে ভুগছিলেন বলে পারিবারিকসূত্রে জানা গেছে।

চুয়াডাঙ্গা পৌর শহরের কেদারগঞ্জ ফিরোজ রোডের মৃত জোহা বকশের ছেলে ডা. রজব আলী (৬০) অসুস্থতার কারণে বছর তিনেক আগে মেহেরপুর জেনারেল হাসপাতালের রেডিওলজিস্ট পদ থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন। ইদানীং তিনি বেশি অসুস্থ ছিলেন। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।