কিবরিয়া হত্যামামলায় সম্পূরক চার্জশিট দাখিল

 

স্টাফ রিপোর্টার: সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় তৃতীয় দফার সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে মামলার পঞ্চম তদন্তকারী কর্মকর্তা সিলেট অঞ্চলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেরুন্নেসা পারুল এ অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে বিএনপি নেতা হারিছ চৌধুরী, হবিগঞ্জের সাবেক মেয়র গোলাম কিবরিয়া গউস এবং সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীসহ ১১ জনকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে বোমা হামলা ও হত্যার অভিযোগ আনা হয়েছে। শাহ এএমএস কিবরিয়া ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে ঈদ-পরবর্তী জনসভা শেষে বের হওয়ার পথে গ্রেনেড হামলায় শিকার হন। গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে তিনি মারা যান। এ গ্রেনেড হামলায় আরো পাঁচজন নিহত ও শতাধিক আহত হন। এ ঘটনায় হবিগঞ্জ-১ আসনের বতর্মান এমপি আবদুল মজিদ খান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করেন।