প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবিতে ইবি ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

 

ইবি প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার নীল নকশাকারীদের শাস্তির দাবিতে গতকাল বুধবার ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। গতকাল বুধবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রকারীদের বিচার ও শাস্তির দাবিতে ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল করে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক শামীম হোসেন খানের নেতৃত্বে মিছিলটি ছাত্রলীগের দলীয় টেন্ড থেকে শুরু করে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে গিয়ে শেষ হয়। এ সময় মিছিলে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আবুজর গিফারী গাফফার, ছাত্রলীগ নেতা আনিসুজ্জামান লিটন, শাহিনুর রহমান, অমিত কুমারসহ প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।