চুয়াডাঙ্গা এতিমখানাপাড়ায় নকল গ্লোকোজ তৈরির কারখানা আবিষ্কার
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় নকল গ্লোকোজ তৈরির কারখানা আবিষ্কার করা হয়েছে। গতকাল বুধবার চুয়াডাঙ্গা পৌর শহরের এতিমখানা রোডের একটি বাড়ি থেকে গ্লোকোজ তৈরির সরঞ্জাম ও প্রয়োজনীয় দ্রব্য জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। পরে সেগুলো পুড়িয়ে ফেলা হয়।
জানা গেছে, ঝিনাইদহ সদর উপজেলার বাদপুকুরিয়া গ্রামের মৃত ঈমান আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন বর্তমানে বাড়ি বানিয়ে চুয়াডাঙ্গা এতিমখানা পাড়ায় বসবাস করছেন। নিজের বাড়িতে গড়ে তুলেছেন নকল গ্লোকোজ তৈরির কারখানা। চুয়াডাঙ্গা ডিবি পুলিশ গোপন সংবাদ পেয়ে প্রায় ১ হাজার প্যাকেট জেপি ফুড প্রোডাকস নামের নকল গ্লোকোজ জব্দ করে। পরে গতকাল বুধবার বেলা ২টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয় সেখানে। নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকার অসীম কুমারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত নকল গ্লোকোজ তৈরির অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ডাদেশ দেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৫০ ধারা মতে এ দণ্ডের আদেশ দেয়া হয়। জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে পরিশোধ করেন জাহাঙ্গীর।