স্টাফ রিপোর্টার: আলমসাধু-করিমন মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে করিমনযাত্রী দামুড়হুদার নাপিতখালী গ্রামের রকিবুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। গতরাত ৮টার দিকে দামুড়হুদা ওদুদ শাহ কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। রকিবুলকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা গুরুতর।
সূত্র জানায়, নাপিতখালী গ্রামের জয়নাল আবেদীনের ছেলে কৃষক রকিবুল ইসলাম (২৪) লোকনাথপুর থেকে করিমনযোগে আলুবীজ নিয়ে আসছিলেন। ওদুদ শাহ ডিগ্রি কলেজের কাছে পৌঁছুলে সামনে থেকে আসা একটি আলমসাধু মুখোমুখি ধাক্কা দেয় করিমনটিকে। এতে করিমন উল্টে গুরুতর আহত হন আলুর মালিক রকিবুল।