আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মহিলাসহ দু গাঁজা ব্যবসায়ীকে ৬ মাস করে কারাদণ্ডাদেশ : জরিমানা

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মহিলাসহ দু গাঁজা ব্যবসায়ীকে ৬ মাস করে কারাদণ্ডাদেশ ও ১ গাঁজাখোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল পৃথক ৩টি অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তাদেরকে আটক করে। গতকাল চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মিলন কুমার মুখার্জি সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ঘোলদাড়ি ক্যানেলপাড়ার মৃত রইচ উদ্দীনের ছেলে পলান চৌকিদারকে (৪০) ২৫ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেন। সে এলাকার চিহ্নিত মাদকব্যবসায়ী। একইদিন পার্শ্ববর্তী কুটি পাইকপাড়ার আলফাজ উদ্দীনের স্ত্রী পাখি খাতুনের (৪৫) বাড়িতে অভিযান চালিয়ে ৭৫ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করে। একই দিনে চর শ্রীরামপুর গ্রামের মৃত আওলাদ মণ্ডলের ছেলে মাদকসেবী শামসুল ওরফে ব্রিটিশকে (৬০) ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। পরে তাদেরকে উপজেলা নির্বাহী অফিসারের নিকট হাজির করা হয়। বিকেলে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দু মাদকব্যবসায়ী পলান চৌকিদার ও পাখি খাতুন উভয়কে ৬ মাস করে কারাদণ্ডাদেশ ও মাদকসেবী ব্রিটিশকে ৫ হাজার টাকা জরিমানা করেন। পরে জরিমানার টাকা পরিশোধ করা হলে ব্রিটিশকে ছেড়ে দেয়া হয়।