মেহেরপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে মনোনয়নপত্র দাখিল

 

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে। শেষ দিনে গতকাল বুধবার দুপুরে প্রার্থীরা নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবি আব্দুর রাজ্জাকের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। এ নির্বাচনে আওয়ামী আইনজীবী পরিষদ ও জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এছাড়াও একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। আওয়ামী আইনজীবী পরিষদে প্যানেলে সভাপতি পদে অ্যাড. খন্দকার একরামূল হক হিরা, সাধারণ সম্পাদক পদে অ্যাড. শফিকুল আলম, সহসভাপতি পদে অ্যাড. আব্দুল কুদ্দুস, আব্দুর রশিদ, যুগ্মসম্পাদক পদে অ্যাড. সাথী বোস, অ্যাড. মিনা পাল, কোষাধ্যক্ষ পদে এটিএম এনামূল, পাঠাগার ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাড. মোশারফ হোসেন, সদস্য পদে অ্যাড. একেএম আসাদুজ্জামান, অ্যাড. নুরুল ইসলাম, অ্যাড. সিরাজুল ইসলাম, অ্যাড. রুপশুভ মণ্ডল, অ্যাড. কেএম নুরুল হাসান রঞ্জু, অ্যাড. আব্দুল্লাহ আল মামুন ও অ্যাড. নিয়ামুল খান।

জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ প্যানেলে সভাপতি পদে অ্যাড. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক পদে অ্যাড. আসাদুল আলম খোকন, সহসভাপতি পদে অ্যাড. জাহামত আলী, অ্যাড. আফরোজা বেগম ফাতেমা, যুগ্মসম্পাদক পদে অ্যাড. নজরুল ইসলাম, অ্যাড. আব্দুল হালিম, কোষাধ্যক্ষ পদে অ্যাড. রকিবুল ইসলাম, পাঠাগার সাংস্কৃতিক পদে অ্যাড. কেএম জিল্লুর রহমান, সদস্য পদে অ্যাড. হাসান মাহামুদ, অ্যাড. মনিরা হাসান, অ্যাড. নজরুল ইসলাম, এএসএমএম হাসানুল্লাহ, অ্যাড. আরিফুজ্জামান, অ্যাড. ইলিয়াস কাঞ্চন ও অ্যাড. এহান উদ্দিন। নির্বাচনের ১৫টি পদেই উভয় প্যানেল থেকে প্রার্থী দেয়া হয়েছে। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র দাখিল করেছেন অ্যাড. ইব্রাহিম শাহিন। নির্বাচন কমিশনসূত্রে জানা গেছে, বৃহস্পতিবার মনোনয়নপত্র বাছাই ও প্রত্যাহারের শেষ দিন ১৬ নভেম্বর। আগামী ২৮ নভেম্বর ভোট গ্রহণ।