মাথাভাঙ্গা মনিটর: মিসবাহ উল হকের নেতৃত্ব নিয়ে সমালোচনার কমতি নেই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে আসন্ন হোম সিরিজে তার কাছ থেকে নাকি অধিনায়কত্ব কেড়ে নেয়া হতে পারে। তবে এ নিয়ে কোনো দুশ্চিন্তায় নেই মিসবাহ। বরং জাতীয় দলের যে কোনো জায়গায় খেলতে প্রস্তুত তিনি। ৱ্যাঙ্কিঙে নিচু সারির দল জিম্বাবুয়ের কাছে দু ম্যাচ সিরিজের শেষটি হারায় মিসবাহকে কঠোর সমালোচনা শুনতে হয়েছে। ভারতের চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি বাছাইপর্বের হতাশাজনক পারফরমেন্স শেষে গত রোববার লাহোরে নেমে বর্তমান টেস্ট ও ওয়ানডে অধিনায়ক বললেন,‘আমি কখনো অধিনায়ক হতে চাইনি বা দাবি করিনি। এমনকি নেতৃত্বের ইস্যু নিয়ে এখন পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ডই সিদ্ধান্ত নেবে। তারা যে সিদ্ধান্ত নেবে সেটাই আমি মেনে নেবো।’
জাতীয় দলকে নেতৃত্ব দিতে পেরে সম্মানিতবোধ করছেন মিসবাহ, ‘আমাকে জাতীয় দলের নেতৃত্ব দিতে বলা হয়েছিলো। এটা আমার জন্য ছিলো বিশেষ সম্মানের। আমি সেরাটা দেয়ার চেষ্টা করেছি। আমি কোনো চাপ নিচ্ছি না। বোর্ড যে সিদ্ধান্ত নেবে সেটাই গ্রহণযোগ্য।’
২০১৫ সালের বিশ্বকাপে খেলবেন কি-না এমন প্রশ্নে মিসবাহর উত্তর, ‘বিশ্বকাপ নিয়ে এখন কথা বলা অপ্রাসঙ্গিক। কারণ কেউ জানে না পরের মুহূর্তে কী ঘটতে যাচ্ছে। তাই আমি এ নিয়ে কোনো কথা বলতে চাই না।’