নানা আয়োজনে যুবলীগের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার: নানা আয়োজনে গতকাল মঙ্গলবার রাজধানীসহ সারাদেশে উদযাপিত হয়েছে যুবলীগের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী। কেককাটা, আলোচনাসভা, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোর মিছিল, বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনিসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদের কবরে ফুলেল শুভেচ্ছা নিবেদন এবং দোয়া মাহফিলের মাধ্যমে শেষ হয়েছে প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম দিনের কর্মসূচি।

সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকীর মূল আয়োজন পুনর্মিলনী অনুষ্ঠান হবে আগামী ১৫ নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। যুবলীগ এ পুনর্মিলনীর নাম দিয়েছে যুব জাগরণী সম্মেলন। কর্মসূচি সফল করতে আয়োজকরা ব্যাপক প্রস্তুতি নিয়েছে।

৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম দিন গতকাল মঙ্গলবার সকাল ৯টায় ধানমণ্ডিতে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে সংগঠনের নেতারা। এরপর সকাল ১১টায় বনানী গোরস্থানে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদের নেতৃত্বে নেতাকর্মীরা সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনিসহ ১৫ আগস্টে শহীদদের কবরে ফুলেল শ্রদ্ধা জানান। পরে কবরস্থানের মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

বেগমপুর প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গা সদরের তিতুদহ ইউনিয়নে যুবলীগের দুটি পক্ষ পৃথকভাবে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষীকি পালন করেছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় খাড়াগোদা বাজারে ৭ নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি মিলন মিয়ার সভাপতিত্বে উপস্থিত থেকে আলোচনা করেন আ.লীগনেতা আব্দুল মতিন, ছানোয়ার হোসেন, যুবলীগ নেতা আতিয়ার রহমান, ডা. হাফিজুর রহমান, আকতার হোসেন, লাল মোহাম্মদ, শরিফুল ইসলাম, আনিছুর রহমান, ইনারুল ইসলাম, খবির, চান্দু, আশা, মিনাজ, তারিক, আসাদ, রতন, নাজমুল, টুকু, সবুজ, লিটন, ইনতা, সুমন প্রমুখ। অপরদিকে একই সময় তিতুদহ ইউনিয়ন যুবলীগের উদ্যোগে বড়শলুয়া কলেজ মাঠে দিবসটি পালিত হয়েছে। ইউনিয়ন যুবলীগের সভাপতি রোকনের সভাপতিত্বে আলোচনা করেন সাধারণ সম্পাদক রাশেদ রেজা, সহসভাপতি শফিকুল ইসলাম, সাংগাঠনিক সম্পাদক জহির রায়হান প্রমুখ।

দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন. গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পতাকা উত্তোলন শেষে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে উপজেলা অডিটোরিয়ামে যুবলীগ নেতা শফিউল কবির ইউসুফের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু। বক্তব্য রাখেন উপজেলা আ. লীগের সাংগাঠনিক সম্পাদক আ. মমিন মাস্টার, যুবলীগ নেতা অ্যাড. আবু তালেব, আ. হান্নান ছোট, সেলিম উদ্দীন বগা, হযরত আলী, মহাসিন আলী, মনির, সালাম, শওকত, সাইফুল, জাহাঙ্গীর, হাসান মেম্বার, রাশেদুল মেম্বার, স্বপন, ছোট হযরত, রকিবুল, শরীফ রতন, ডলার, নাহিদ, কুদ্দুস, আরিফ, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগ সভাপতি জামিরুল ইসলাম, সাধারন সম্পাদক সাজু আহাম্মেদ রিংকু প্রমুখ। আলোচনা শেষে কেক কাটা হয়।

মেহেরপুর অফিস জানিয়েছে, বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মেহেরপুরে যুব সমাবেশ ও ৱ্যালির আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. জয়নাল আবেদীন। মেহেরপুর জেলা যুবলীগের উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকেলে মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যানে অনুষ্ঠিত যুব সমাবেশে জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলাম, জেলা কৃষক লীগের সভাপতি মাহাবুব আলম শান্তি ও সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুল আলম ওরফে সাজ্জাদ, যুগ্ম সম্পাদক নিশান সাবের, মাসুদ খান লিংকন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরন, মাহফুজুর রহমান মাহবুব, গাংনী থানা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ, মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি সাবেক ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চান্দু, সদর থানা যুবলীগের সাধারণ সম্পাদক আল মামুন, জেলা যুবলীগের প্রচার সম্পাদক জসিউর রহমান বকুল প্রমুখ।

আলোচনা সভাশেষে শহরে একটি বর্ণাঢ্য ৱ্যালি বের করা হয়। সাবেক এমপি মো. জয়নাল আবেদীনের নেতৃত্বে ৱ্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে সকালে শহরের বড় বাজার এলাকাস্থ জেলা যুবলীগের কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও শেখ মনিরর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। এছাড়া জেলা যুবলীগের কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

ঝিনাইদহ অফিস জানিয়েছে, ঝিনাইদহে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, মোমবাতি প্রজ্জ্বলন, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কেক কাটা, শোভাযাত্রা, সমাবেশ এবং রক্তদান কমর্সূচির আয়োজন করা হয়। রাত ১২টা এক মিনিটে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে মোমবাতি প্রজ্জ্বলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা যুবলীগের নেতাকর্মীরা। এ সময় শহরে ৪২টি আতশবাজি ফোটানো হয়। মঙ্গলবার সকালে শহরের এইচএসএস সড়কে জেলা যুবলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১১টার দিকে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় জেলা যুবলীগ ও আওয়ামী লীগ সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বাদ্য বাজিয়ে নেচে-গেয়ে উল্লাস প্রকাশ করে। পরে শহরের পোস্টঅফিস মোড়ে সমাবেশ শেষে কেক কাটেন নেতাকর্মীরা। সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আজিজুর রহমান, আওয়ামী লীগ নেতা আবদুল খালেক, আক্কাস আলী, জিয়াউল হক আজাদ, জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জন, যুগ্ম আহবায়ক রাশিদুর রহমান রাসেল, হাফিজুর রহমান, রাজু আহমেদ, যুবলীগ নেতা বাবুল আজাদ, ইব্রাহিম খলিল রাজা, সিরাজুল করিম, ওকমুল হোসেন বক্তব্য রাখেন।

জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগরে যুবলীগের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে পালন করা হয়েছে। উপজেলা যুবলীগের দু গ্রুপ পৃথক আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে। এ উপলক্ষে দলীয় পতাকা উত্তোলন, কেটকাটা, মিলাদ-মাহফিল, ও আলোচনাসভার আয়োজন করা হয়। বিকেলে উপজেলা যুবলীগের আহ্বায়ক উপজেলা ভাইস চেয়ারম্যান হাজি হাফিজুর রহমানের নেতৃত্বে বর্ণাঢ্য ৱ্যালি বের করা হয়। বিশাল ৱ্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সকালে শহরের আম বাজারের উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক শামীম ফেরদৌসের সভাপতিত্বে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা। বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক পৌর কাউন্সিলর আপেল মাহমুদ, সাবেক বাঁকা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খলিলুর রহমান ও যুবলীগ নেতা শফিকুল ইসলাম নান্নু। এছাড়াও বক্তব্য রাখেন যুবলীগ নেতা ডাবলু, বিল্লাল, লেলিন, শাওন, চুন্নু, শহিদুল, কাদের, শফিক ভুট্ট, সীমান্ত ইউনিয়নের বাক্কা, শাহাবুল, আব্দুল, আদর, পঙ্খি, বাঁকা ইউনিয়নের বাবু, রহমান মেম্বার হাসাদাহ ইউনিয়নের রফিক, সোহরাব, রায়পুর ইউনিয়নের সাজ্জাদ হোসেন বিশ্বাস, মমিন খাঁ, লিয়াকত আলী খাঁ, আন্দুলবাড়িয়া ইউনিয়নের র্মীজা লিটন, ফিরোজ হোসেন, ছানোয়ার হোসেন, উথলী ইউনিয়নের জুয়েল, আব্দুল কাদের, বুদো, রেজু, আতিক, রফিক ও রাশেদ। উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা যুবলীগ আহ্বায়ক জীবননগর উপজেলা ভাইস চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠিত অলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন পৌর আওয়ামী লীগ সভাপতি জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বজলুর রহমান, সেকেন্দার আলী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, উথলী ইউনিয়ন আওয়ামীগ সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম, হাসাদাহ ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রভাষক জসিম উদ্দিন জালাল, রবি বিশ্বাস, আন্দুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ শফিকুল ইসলাম মোক্তার, সাংগঠনিক সম্পাদক মীর মকলেছুর রহমান টজো ও উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক আ. সালাম ইসা।

Leave a comment