মাথাভাঙ্গা মনিটর: মার্কিনি বিমান হামলায় ইসলামিক স্টেট নেতা আবু বকর আল বাগদাদির মৃত্যু নিয়ে সংশয়ে রয়েছে আমেরিকা। জঙ্গি নেতা আল বাগদাদির মৃত্যু হয়েছে কি-না, তা খতিয়ে দেখছে পেন্টাগন। আইএসআইএল নেতা আল বাগদাদির মৃত্যু হয়েছে কি-না, তা নিয়ে কোনো তথ্য এই মুহূর্তে নেই তাদের কাছে বলে পেন্টাগন সূত্র জানায়। পেন্টাগনের মুখপাত্র কোল স্টিভ ওয়ারেন সাংবাদিকদের বলেন, বাগদাদি আহত না নিহত, তা নিয়ে ইরাক প্রশাসন সূত্রেও তাদের কিছুই জানানো হয়নি। যে কনভয়ের ওপর মার্কিন বিমান হামলা চালিয়েছিলো সেখানে বাগদাদি উপস্থিত ছিলো কি-না, তা নিয়ে কোনো তথ্য নেই পেন্টাগনের কাছে। পেন্টাগনের শীর্ষ কর্তাদের দাবি, আইএস জঙ্গিদের লক্ষ্য করে হামলা চালান হলেও বাগদাদি তাদের মূল টার্গেট ছিলো না। গত ৭ নভেম্বর ইরাকে আইএসআইএল নেতাদের জমায়েতে হামলা চালায় মার্কিন বোমারু বিমান। ধ্বংস করা হয় জঙ্গি অস্ত্রশস্ত্র বোঝাই ১০টি ট্রাকও।