স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাঁচ হাজার কর্মী নিয়োগ স্থগিত
স্টাফ রিপোর্টার: স্বাস্থ্য মন্ত্রণালয়ের পৃথক অধিদপ্তরের কর্মচারী পদে পাঁচ হাজার ২০৯ জনের নিয়োগ আদেশ তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একইসাথে নিয়োগ প্রক্রিয়া কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। পৃথক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি একেএম জহিরুল হক এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাড. আব্দুল বাসেত মজুমদার ও অ্যাড. এএম আমিন উদ্দিন। রিটের বিবাদীরা হলেন স্বাস্থ্যসচিব, জনপ্রশাসন সচিব, স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সাত জন। হাইকোর্ট সূত্র জানায়, গত বছরের ২২ নভেম্বর একটি জাতীয় দৈনিকে ৯১৫ জনের (তৃতীয় ও চতুর্থ শ্রেণির) নিয়োগের জন্য স্বাস্থ্য অধিদপ্তর একটি বিজ্ঞাপন দেয়। এছাড়া ২০১৩ সালের ২১ মার্চ পরিবার পরিকল্পনা অধিদপ্তর চার হাজার ২৯৪ জনের নিয়োগের জন্য ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করে। উভয় অধিদপ্তরের নিয়োগ প্রক্রিয়া এরইমধ্যে প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ নিয়োগ প্রক্রিয়া চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী আফতাব উদ্দিন সিদ্দিকীসহ আরো দু নিয়োগ প্রার্থী। আবেদনকারী আইনজীবীদের দাবি, এ নিয়োগের ক্ষেত্রে ১৯, ২৭, ২৯ ও ৪০ অনুচ্ছেদের লঙ্ঘন হয়েছে। এখানে যোগ্যতা সঠিকভাবে যাচাই করা হয়নি।