স্টাফ রিপোর্টার: বিশ্বকাপের আগে ওয়ানডে সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে যেতে পারে বাংলাদেশ দল। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান সাংবাদিককদের জানান, জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড বাংলাদেশ দলকে আমন্ত্রণ জানিয়েছে। বিশ্বকাপের আগে সেখানে তিনটি ওয়ানডে খেলতে পারে বাংলাদেশ। জিম্বাবুয়ে অনুরোধ জানিয়েছে, বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে আমরা তিন, চারটা ওয়ানডে ওদের সাথে ওখানে গিয়ে খেলতে পারি কি না। এতে করে দু দলেরই বিশ্বকাপে খেলার জন্য একটা প্রস্তুতি হবে। নাজমুল হাসান জানান, জিম্বাবুয়ের উইকেট ও আবহাওয়া অনেকটাই অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মতো। বাংলাদেশের উইকেটের সাথে এ দুই দেশের উইকেটের কোনো মিলই নেই। তাই জিম্বাবুয়েতে খেললে দলের প্রস্তুতিটা ভালোই হবে বলে মনে করেন তিনি।
বিসিবি প্রধান জানান কোচ এবং ক্রিকেট পরিচালনা কমিটির প্রধানের সাথে আলোচনা করে জিম্বাবুয়ের আমন্ত্রণে সাড়া দেবে বিসিবি। ওদের প্রস্তাবটা ভালো। ওরা জানুয়ারির ১০ তারিখে যেতে বলেছে। আমাদের দেখতে হবে, দল সে সময় যেতে পারবে কি না; বা যাওয়া ঠিক হবে কি না। সব জেনে ওরা (ক্রিকেট পরিচালনা কমিটি, কোচ) যদি মনে করে যাওয়া যায়, তখন আমরা সেখানে যাওয়ার কথা ভাবব।
আগামী ফেব্রুয়ারি-মার্চে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বসবে বিশ্বকাপের একাদশ আসর। জিম্বাবুয়ে সফরে শেষ দুটি ওয়ানডে সিরিজে হেরেছিলো বাংলাদেশ দল। বাংলাদেশ সফর আসা জিম্বাবুয়ে তিন টেস্টর সিরিজ শেষ হওয়ার পর পাঁচটি ওয়ানডে খেলবে।