স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা পরিচয়ে চাঁদা দাবি করার কারণে এক নারীকে আটক করেছে রাষ্ট্রীয় দুর্নীতি বিরোধী সংস্থাটি। গতকাল সোমবার বেলা ৪টায় দুদকের প্রধানকার্যালয়ে সংস্থাটির জ্যেষ্ঠ উপপরিচালক জয়নুল আবেদিন শিবলী ও আবদুল্লাহ আল জাহিদের নেতৃত্বে একটি টিম ভুয়া কর্মকর্তা পরিচয়দানকারী ওই নারীকে আটক করে। আটকের বিষয়টি নিশ্চিত করেন দুদকের পরিচালক ও উইং কমান্ডার মো. তাহিদুল ইসলাম। দুদক জানায়, দীর্ঘদিন ধরে এ নারী উত্তরায় বসবাসরত জনৈক ব্যবসায়ী মো. মাহবুবুর রহমানের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিলো। এ নারীসহ একটি চক্র মাহবুবুর রহমানের বাসায় গিয়ে নিজেকে দুদক কর্মকর্তা এবং সাথে থাকা অন্যান্যদের বাংলাদেশ টেলিভিশনের এক্স ক্রাইম নামক অনুষ্ঠানের সাংবাদিক বলে ভুয়া পরিচয় দেন। ওই ব্যবসায়ীর কাছে এ নারী ৩ লাখ টাকা দাবি করে বলেন, টাকা না দিলে তার বিরুদ্ধে দুদক থেকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নোটিশ পাঠানো ও বিটিভিতে তার বিরুদ্ধে রিপোর্ট প্রচার করা হবে। এরপর ওই ব্যবসায়ী খোঁজ নিয়ে দেখেন, বিটিভিতে এ ধরনের কোনো অনুষ্ঠানই নেই। চাঁদা দাবি করা ওই নারী ব্যবসায়ী মাহবুবুরকে জানিয়েছেন, এ টাকা দুদকের ঊধ্বর্তন কর্মকর্তারাও পাবেন।
একটু কৌশলী হয়ে ওই ব্যবসায়ী তার প্রতিষ্ঠানের কর্মকর্তা মো. আলীর নাম্বার দিয়ে ওই নারীকে বলেন, আমার প্রতিষ্ঠানের এক কর্মকর্তার কাছে টাকা দিয়েছি। তিনি আপনাকে দুদকের প্রধান কার্যালয়ে টাকা দেবেন। এরপর ওই নারী দুদকে আসে। দুদকে আসার পরই আটক হয় এ নারী। আটককৃত এ নারীর নাম পাপিয়া। আটকের পর রমনা থানায় প্রতারণা মামলা দিয়ে তাকে থানায় সোপর্দ করা হয়।