জীবননগরে ছুরিকাঘাতে একজন আহত

 

জীবননগর ব্যুরো: জীবননগরে ছাত্রলীগের দু কর্মী ঘনিষ্ঠ বন্ধু বিপ্লব (১৭) ও শামীম (১৭) নারী সংক্রান্ত বিষয় নিয়ে একজন অপরজনকে ছুরিকাঘাত করেছে। ছুরিকাঘাতে আহত বিপ্লবকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে মুমূর্ষু অবস্থায় ভর্তি করা হয়েছে। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি শামীমের জ্ঞান ফেরেনি। গতকাল রোববার দুপুরে শহরের সিঅ্যাণ্ডবি ডাকবাংলোর মধ্যে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শহরের দৌলৎগঞ্জপাড়ার আওয়ামী লীগ নেতা আবুল কাশেমের ছেলে বিপ্লব ও দোয়ারপাড়ার হারুনর রশিদের ছেলে শামীম দুজন ছাত্রলীগের কর্মী। তারা দুজন ঘনিষ্ঠ বন্ধু। নিজেদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিপ্লব শামীকে পিটিয়ে আহত করলে শামীম পাশের একটি দোকান থেকে ছুরি এনে বিপ্লবের বুকে বসিয়ে দেয়। তাদেরকে সঙ্কটজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বিপ্লবের অবস্থার অবনতি হলে তাকে যশোর হাসপাতালে রেফার করা হয়। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম রাজা জানান, নারী সংক্রান্ত বিষয় নিয়ে তারা এ ঘটনা ঘটিয়েছে।

Leave a comment