মেহেরপুর দারিয়াপুরে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে অধিক লাভের লোভ দেখিয়ে ৬০ লাখ টাকা তুলে এক ব্যক্তির ভারতে পলায়ন

 

আমঝুপি প্রতিনিধি: মেহেরপুর জেলাধীন মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের জুতোব্যবসায়ী ম্যাগা দাস এলাকার বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অধিক লাভের লোভ দেখিয়ে প্রায় ৬০ লাখ টাকা উত্তোলন করে ভারতে পাড়ি জমিয়েছে।

এলাকাসূত্রে জানা গেছে, মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের খানপুর গ্রামের মৃত নেমু দাসের ছেলে ম্যাগা দাস দারিয়াপুর বাজারে একটি ভাড়া দোকানে ৩ বছর যাবত প্রসেনজিত সু স্টোর নামে ব্যবসা করে আসছিলো। একপর্যায়ে সে দারিয়াপুর গ্রামের খোকার কাছ থেকে ৩ লাখ টাকা, আসাদুলের ৮ লাখ, মনিরুজ্জামানের দু লাখ, জাহিদ হাসানের ৫ লাখ, সাহাবুদ্দীনের ৩ লাখ, সাজাহানের ৩ লাখ, মহিদুলের দু লাখ, কালুর দু লাখ, মুকুলের ৫০ হাজার, জাহাঙ্গীরের দু লাখ, রহমতের ৫০ হাজার, আ. রশিদের ৩ লাখ, আসরাফের ১ লাখ, সাজাহানের দু লাখ টাকা, টিপুর দু লাখ, মুবারেকের এক লাখ, কপেলের এক লাখ নেয়। এসব ব্যক্তিদেরকে প্রতি লাখে মাসে দু হাজার টাকা লাভ দেয়ার নাম করে ৬ মাস লাভ প্রদান করে। কিন্তু অক্টোবর মাসের লাভ না দেয়ায় গ্রাহকরা বার বার তাগাদা দিলে গত ৪ নভেম্বর থেকে ম্যাগা দাস তার স্ত্রী ও সন্তানাদি নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান ফেলে প্রায় ৬০ লাখ টাকা নিয়ে ভারতে পালিয়ে গেছে। এ অভিযোগ করেছে এলাকাবাসী। দারিয়াপুরের প্রায় ২৫ জন বিভিন্ন পেশাজীবী তাকে এ টাকা প্রদান করেছিলো। টাকা হারিয়ে তারা এখন দিশেহারা হয়ে পড়েছেন।

Leave a comment