দর্শনা অফিস: দর্শনা আইসি পুলিশ পৃথক পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে কেরুজ সিজিন্যাল ব্যারাক থেকে ৫০ লিটার মদ উদ্ধার করেছে। পুলিশ মোহাম্মদপুরের জসিমকে গ্রেফতার করেছে। গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মিজানুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান কেরুজ সিজিন্যাল ব্যারাকে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন মাদককারবারী পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ কয়েকটি কন্টেইনারে ৫০ লিটার কেরুজ বাংলা মদ উদ্ধার করে। অভিযোগ উঠেছে, এ মদের মালিক কেরুজ প্রাইমারি স্কুলপাড়ার অভিযুক্ত মাদককারবারী জাহাঙ্গীর সজিব ও সাজাহান। এ ঘটনায় পুলিশ কারো বিরুদ্ধে মামলা দায়ের করেছে কি-না তা জানা যায়নি।
এদিকে একই দিন দুপুরে পুলিশ অভিযান চালিয়ে দর্শনা পৌর এলাকার মোহাম্মদপুরের বাছের আলীর ছেলে জসিমকে গ্রেফতার করেছে। পুলিশ বলেছে, জসিম মাদক মামলার পালাতক আসামি। তাকে গতকালই আদালতে সোপর্দ করা হয়েছে।