কুমিল্লায় পুলিশের গুলিতে দুজন নিহত

স্টাফ রিপোর্টার: কুমিল্লায় পুলিশের গুলিতে রাব্বী ইসলাম (২৫) ও মো. জনি (২২) নামের দু যুবক নিহত হয়েছেন। পুলিশ ঘটনাটিকে বন্দুকযুদ্ধ বলে দাবি করেছে। পুলিশের জানায়, গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার আলেখারচরে কোকাকোলা কারখানার সামনে ওই বন্দুকযুদ্ধ হয়। পুলিশ বলেছে, নিহত দুজন গত বৃহস্পতিবার কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই ফিরোজ হোসেনের পিস্তল কেড়ে নিয়ে তার ওপর হামলার মূল হোতা জিরা সুমনের সন্ত্রাসী বাহিনীর সদস্য। রাব্বী নগরের অশোকতলা খানবাড়ি এলাকার বাসিন্দা। জনি একই এলাকার সর্দার বাড়ির ছেলে। গোয়েন্দা পুলিশ বলেছে, বন্দুকযুদ্ধের এ ঘটনায় ডিবির এসআই সহিদুল ইসলাম ও এএসআই নজরুল ইসলামের বাঁ হাতে গুলি লাগে। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গ্রেফতার হয়েছেন একজন।

Leave a comment