জীবননগরে এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ম্যাজিক দেখিয়ে খুলনাকে পরাজিত করে মেহেরপুরের চমক

 

জীবননগর ব্যুরো: গতকাল শনিবার বিকেলে জীবননগর স্টেডিয়ামে এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন, চুয়াডাঙ্গা বিজিবি-৬ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল এসএম মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার গোলাম বেনোজীর, উপজেলা চেয়ারম্যান আবু. মো. আ. লতিফ অমল, উপজেলা নির্বাহী অফিসার নূরুল হাফিজ, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজি. হাফিজুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নকআউট ভিত্তিক এ ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী খেলায় খুলনা জেলা দুলের মুখোমুখি হয় মেহেরপুর জেলা দল। খেলায় ম্যাজিক দেখিয়ে টাইব্রেকারে ৪-২ গোলে খুলনা জেলা দলকে পরাজিত করে চমক সৃষ্টি করেছে মেহেরপুর জেলা দল। মেহেরপুর জেলা দলের গোল রক্ষক সাবান মুহাম্মদ একে একে খুলনা জেলা দলের ৩ জনের গোল রুখে দিলে স্টেডিয়াম ভর্তি দর্শক আনন্দে ফেটে পড়ে। খেলার শুরুর প্রথামার্ধে খুলনা জেলা দল একচ্ছত্র অধিপত্য বিস্তার করে খেলতে থাকে। প্রথামার্ধের ৭ মিনিটে খুলনা জেলা দলের সোহেল গোল করে দলকে এগিয়ে নেয় ১-০। এর ১৫ মিনিটের মাথায় খুলনা জেলা দলের মানষ আবার গোল করে দলকে এগিয়ে নেয় ২-০। খেলার এ অবস্থায় ৩০ মিনিটের মাথায় মেহেরপুর জেলা দলের পক্ষে স্বপন গোল করে ২-১। খুলনা জেলা দলের সোহেল খেলার ৩৫ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় গোল করে দলকে আরো এগিয়ে নিয়ে ৩-১ প্রথামার্ধের খেলা শেষ করে। খেলার দ্বিতীয়ার্ধে ঝলসে ওঠে মেহেরপুর একাদশ। একে একে জিয়া ও স্বপন গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনে ৩-৩। খেলার বাকি সময়ে উভয় দল গোল করেত ব্যর্থ হলে শেষ পর্যন্ত খেলা ৩-৩ গোলে ড্র হয়। খেলার নিয়মানুযায়ী খেলা টাইব্রেকারে গড়ায়। খুলনা জেলা দলের প্রিন্স, মিঠু ও সায়েম এবং মেহেরপুর জেলা দলের মোস্তফা ট্রাইব্রেকারে গোল করতে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত ট্রাইব্রেকারে মেহেরপুর জেলা দল ম্যাজিক দেখিয়ে ৪-২ গোলে খুলনা জেলা দলকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়। খেলাটি পরিচালনা করেন রবিউল ইসলাম রবি। সুরেলা কণ্ঠে ধারাভাষ্য দিয়ে দর্শক হৃদয় জয় করেন নাটোর জেলার খোরশেদ রায়হান। আগামী সোমবার দ্বিতীয় খেলায় মুখোমুখি হবে সাতক্ষীরা জেলা দল ঝিনাইদহ জেলা দলের।

Leave a comment