স্টাফ রিপোর্টার: সাকিবের অলরাউন্ডিং নৈপুণ্যে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচ টেস্ট সিরিজ ২-০ তে জিতে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। ক্রিকেট ইতিহাসে ইমরান খান, ইয়ান বোথামের মতো কিংবদন্তীদের সাথে তার নাম লেখা হলো তার। ফিরে পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডারের সম্মানটিও। খুলনা টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করার পর বল হাতে একই ম্যাচে ১০ উইকেট নিয়ে সাকিব আল হাসান দেশের গণমাধ্যমে যেমন প্রশংসা পাচ্ছেন তেমনই বিশ্ব মিডিয়াও সাকিবের নৈপুণ্যে উচ্ছ্বসিত। বিদেশি সংবাদমাধ্যমে ৫ বছর পর বাংলাদেশের টেস্ট সিরিজ জয়ের চেয়েও সাকিবের কীর্তিকে বড় করে দেখানো হয়েছে। বিবিসির শিরোনামে প্রকাশ হয়েছে ‘সাকিব জয়েন্স ১০০ অ্যান্ড ১০ উইকেট লিস্ট’ ।
অস্ট্রেলিয়ার এবিসি’র শিরোনাম ছিলো- সাকিব ক্লেইম রেয়ার অলরাউন্ড ফিট ইন বাংলাদেশ উইন। দেশটির অন্য এক দৈনিক ‘সিডনি মর্নিং হেরাল্ড’র শিরোনাম ছিলো- ‘বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান জয়েন্স ক্রিকেট গ্রেটস।’ ভারতের শীর্ষস্থানীয় পত্রিকা টাইমস অব ইন্ডিয়া শিরোনাম করেছে, ‘অলরাউন্ড সাকিব জয়েন্স অল টাইম গ্রেট।’ সংবাদটিতে ইমরান খান ও ইয়ান বোথামের সাথে সাকিবের পারফরমেন্সের তুলনা করা হয়েছে। এনডিটিভি তাদের শিরোনাম করেছে- ‘সাকিব আল হাসান ক্লেইমস রেয়ার অল-রাউন্ড ফিট ইন বাংলাদেশ উইন’। ভারতের বাংলা জাতীয় দৈনিক আজকালের শিরোনাম ছিলো- ‘বোথাম-ইমরানকে ছুঁলেন সাকিব।’ পাকিস্তানের জনপ্রিয় ‘জিও নিউজ’ শিরোনাম করেছে-‘সাকিব’স টেন উইকেট ম্যাচ হলো সীল সিরিজ ফর বাংলাদেশ।’ দ্য ডনের শিরোনাম ‘সাকিব লিডস বাংলাদেশ টু সিরিজ উইন ওভার বাংলাদেশ।’ গালফ নিউজ সংবাদ ছেপেছে ‘সাকিব আল হাসান অ্যাচিভচ রেয়ার ফিট ইন বাংলাদেশ ভিক্টরি’ শিরোনামে। ডেইলি টাইমস শিরোনাম করেছে- সাকিব লিডস বাংলাদেশ টু টেস্ট সিরিজ উইন ওভার জিম্বাবুয়ে।