গাংনী প্রতিনিধি: জুয়াড়িদের ইটের জবাবে গুলিবর্ষণ করেছে পুলিশ। এতে কেউ হতাহত না হলেও ঘটনাস্থল থেকে খোকন হোসেন (৪০) নামের এক জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার সন্ধ্যায় মেহেরপুর গাংনী পৌরসভাধীন খড়ের মাঠ এলাকায়। গ্রেফতার হওয়ার খোকনের বাড়ি মালসাদহ গ্রামে।
পুলিশ সূত্রে জানা গেছে, গাংনী বাজারপাড়ার ইউনুছ আলীসহ কয়েকজন দীর্ঘদিন ধরে জুয়ার আসর চালিয়ে আসছিলো। বাজারপাড়ার একটি বাড়ি ও পার্শ্ববর্তী মাঠে পালাক্রমে দিনরাত জুয়ার আসর বসে। বিষয়টি নজরে পড়ে ডিএসবির। গতকাল শুক্রবার জেলা ডিএসবির কয়েকজন সদস্য গাংনী থানা পুলিশের একটি দল নিয়ে সন্ধানী স্কুল অ্যান্ড কলেজের দক্ষিণে খড়ের মাঠে পৌঁছায়। ওই সময় একটি বাগানে জুয়ার আসর চলছিলো। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন জুয়াড়ি সটকে পড়ার চেষ্টা করে। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলিবর্ষণ করে। শর্টগানের দু রাউন্ড গুলিবর্ষণ করা হয় বলে জানায় পুলিশ। তবে এতে কেউ হতাহত হয়নি। পালিয়ে যাওয়ার সময় খোকন নামের ওই জুয়াড়িকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। ঘটনাস্থল থেকে নগদ ৩৩ হাজার ৫৫৪ টাকা, তিন সেট তাস ও জুয়া খেলার আনুষাঙ্গিক মালামাল উদ্ধার করা হয়।
মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার শেখ জানান, খোকনকে গাংনী থানায় সোপর্দ করা হয়েছে। আজ শনিবার তার বিচারের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হতে পারে। পালিয়ে যাওয়া জুয়াড়িদের গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে বলেও জানান তিনি।