দর্শনায় ফেনসিডিলসহ সুলতানপুরের আলী গ্রেফতার

 

দর্শনা অফিস: দর্শনা আইসি পুলিশ অভিযান চালিয়ে প্রায় ২শ বোতল ফেনসিডিলসহ দামুড়হুদার সুলতানপুরের অভিযুক্ত মাদককারবারী আলীকে গ্রেফতার করেছে। আলীর বিরুদ্ধে পুলিশ থানায় মামলা দায়ের করেছে। গতকাল শুক্রবার বিকেলে দর্শনা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই মিজানুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়নের সুবুলপুর হালদারপাড়ায়। পুলিশ হালদারপাড়া থেকে গ্রেফতার করেছে দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সুলতানপুর দক্ষিণপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে আলীকে (৩১)। এ ঘটনায় এসআই মিজানুর রহমান বাদী হয়ে গতকালই দামুড়হুদা থানায় গ্রেফতারকৃত আলীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

Leave a comment