অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন চুয়াডাঙ্গার বিপুল ও মিরা

দর্শনা পল্লী বিদ্যুতের অফিসের সামনে ফিল্ি স্টাইলে গুলিবর্ষণ?

 

দর্শনা অফিস: দর্শনা পল্লী বিদ্যুত অফিসের সামনে ফিল্মি স্টাইলে গুলি ছুড়েছে সন্ত্রাসীরা। দুজনকে লক্ষ্য করে গুলিবর্ষণ করা হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন চুয়াডাঙ্গার বিপুল ও মিরা? আসলে কি গুলিবর্ষণ, নাকি নেপথ্য রয়েছে রহস্য? চুয়াডাঙ্গা পৌর শহরের পৌরসভাপাড়ার জিতুয়ার রহমানের ছেলে চুয়াডাঙ্গা জজকোর্টের সহকারী আইনজীবী বিপুল পারভেজ ও একইপাড়ার আব্দুল জলিলের ছেলে মিরাজুল ইসলাম মিরার অভিযোগে জানা গেছে, গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মোটরসাইকেলযোগে দর্শনায় আসছিলেন। পথিমধ্যে তারা চুয়াডাঙ্গা-জীবননগর মহাসড়কের দর্শনা পল্লী বিদ্যুত অফিসের সামনে পৌঁছুলে পেছন থেকে তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে চুয়াডাঙ্গা ওয়াপদাপাড়ার লিটুর ছেলে অয়ন ও পূজামণ্ডপপাড়ার মধুর ছেলে মানিকসহ ৪/৫ জন। পূর্বশত্রুতার কারণে বিপুল ও মিরাকে হত্যা করার উদ্দেশে গুলিবর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হলেও নেপথ্যে রয়েছে রহস্য বলে মন্তব্য করেছে অনেকেই। স্থানীয়রা মন্তব্য করে বলেছে, বিপুল, মিরা, অয়ন ও মানিকসহ বেশ কয়েকজন প্রায় প্রতিদিনই দর্শনায় আসা-যাওয়া করেন। কেন কী কারণে তাদের যাতায়াত তা অনেকেরই জানা। বিকট শব্দ শোনা গেলেও কিসের শব্দ তা কেউ পরিষ্কার করে বলতে পারছেন না। এদিকে দর্শনা আইসি ইনচার্জ এসআই মিজানুর রহমান বলেছেন, খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গেলে গুলি কিংবা বোমার কোনো আলামত পাওয়া যায়নি। তবে রহস্য উদঘাটনের প্রক্রিয়া শুরু হয়েছে।

Leave a comment