মেহেরপুরে ভারতীয় ওষুধ ও ফেনসিডিলসহ স্বামী-স্ত্রী আটক

 

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গুচ্ছগ্রামে অভিযান চালিয়ে ভারতীয় ওষুধ ও ফেনসিডিলসহ আমিরুল ইসলাম (৪২) এবং তার স্ত্রী বাছিরন খাতুনকে (৩২) আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত নয়টার দিকে সদর উপজেলার আমঝুপি গুচ্ছগ্রাম থেকে তাদের আটক করে সদর থানা পুলিশ। আমিরুল ইসলাম ওই গ্রামের মৃত আদম আলীর ছেলে। আটক দুজনই চিহ্নিত চোরাচালানি বলে জানিয়েছে পুলিশ।

মেহেরপুর অতিরিক্ত পুরিশ সুপার আজবাহার শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) শেখ আতিয়ার রহমান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে আমিরুলের বাড়িতে অভিযান চালান। এ সময় তার বাড়ি থেকে ৫৯ বোতল ফেনসিডিল, ৩ হাজার ৮৫০পিস ভারতীয় গরু মোটাতাজকরণ ট্যাবলেট, ৬৫ পিস যৌনউত্তেজক ট্যাবলেট ও ৩৬০ পিস অ্যালার্জি নিরাময়ের ট্যাবলেট উদ্ধার করা হয়। ভারতীয় ওষুধ ও মাদক চোরাচালানের দায়ে আমিরুল ও তার স্ত্রীকে আটক করে পুলিশ। তাদের নামে সদর থানায় মামলা দায়েরপূর্বক শুক্রবার আদালতে সোপর্দ করা হবে বলে জানায় পুলিশ।