গাংনীতে কমিউনিটি ক্লিনিক বন্ধ থাকায় কারণ দর্শানোর নোটিশ

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনীর ভোলাডাঙ্গা কমিউনিটি ক্লিনিক বন্ধ থাকায় কমিউনিটি প্রোভাইডারকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও এমকে রেজা গতকাল এ নোটিশ প্রদান করেন।

জানা গেছে, গতকাল বুধবার সকালে গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন ভোলাডাঙ্গা গ্রাম পরিদর্শনের সময় কমিউনিটি ক্লিনিকটি বন্ধ পেয়ে স্থানীয় জনসাধারণকে জিজ্ঞাসা করেন। তারা জানান, এক সপ্তাহ ধরে ক্লিনিকটি বন্ধ রয়েছে। বিষয়টি স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও এমকে রেজাকে অবহিত করলে তিনি কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন। অফিস সময়ে সেবা না দিয়ে কমিউনিটি ক্লিনিক কীভাবে বন্ধ থাকে সে বিষয়ে বিস্ময় প্রকাশ করেন উপজেলা নির্বাহী অফিসার।

Leave a comment