স্টাফ রিপোর্টার: ২৬ বছর বয়সে ১৮ বছর সংসার করছেন দামুড়হুদার কুনিয়াচাঁদপুরের শহিদুল। ১৮ বছরেও কোনো সন্তান না পাওয়া অন্যের হাত ধরে চলে গেছে তার প্রথম স্ত্রী একই উপজেলার চন্দ্রবাস গ্রামের দীন মোহাম্মদের মেয়ে রাহাতন খাতুন। ক’দিন আগে শহিদুল আবার বিয়ে করেছেন ওই উপজেলার সড়াবাড়িয়া গ্রামের খাদেম আলীর মেয়ে শাহিনা খাতুনের সাথে। কিন্তু বিধি বাম। এ বিয়েও না টেকার পথে। সমস্যা বাল্যবিয়ে। অভিশপ্ত বাল্যবিয়েই শহিদুলের জীবন আজ দুর্বিষহ। শুধু তারই নয়, বাল্যবিয়ের শিকার তার স্ত্রীরও।
এলাকাসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুনিয়াচাঁদপুর গ্রামের মৃত খতিব আলীর ছেলে শহিদুলকে মাত্র ৮ বছর বয়সে বিয়ে দেয়া হয় চন্দ্রবাস গ্রামে। স্ত্রী রাহাতনের সাথে দীর্ঘ ১৮ বছর সংসার করার পরেও তাদের ঘরে কোনো সন্তান আসে না। ক্ষোভে রাহাতন অন্যজনের হাত ধরে চলে গেছে মাস ছয়েক আগে। এরই মধ্যে আবারো বিয়ের জন্য চেষ্টা করে শহিদুল। গত শুক্রবার সড়াবাড়িয়ার শাহিনার সাথে বিয়ে করেন শহিদুল। শাহিনা শ্বশুরবাড়ি এসে জানতে পারে ১৮ বছরেও শহিদুলের কোনো সন্তান হয়নি। রাগে ক্ষোভে গত মঙ্গলবার পিতার বাড়িতেই বিষ পান করেন শাহিনা। বর্তমানে তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি আছেন। স্ত্রীর শয্যাপাশে মাঝে মাঝে বসছেন শহিদুল।