স্টাফ রিপোর্টার: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার কাঠেরপুল এলাকায় বাবার থাপ্পড়ে শ্রীধাম হালদার (১১) নামের এক পুত্রের মৃত্যু হয়েছে। গত শনিবার রাত ১২টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ময়নাতদন্তকারী চিকিত্সক আশরাফুল হাসান জানান, শিশুটির মাথার খুলিতে হাড় ভাঙা দেখা গেছে। আঘাতের কারণে মাথার ভেতরে রক্তক্ষরণ হয়েছে। শক্ত কিছুতে আঘাত পাওয়ার কারণে এটা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, সকালে ভেড়ামারা শহরের কাঠেরপুর এলাকার বাসিন্দা দীনেশ হালদার তার ছেলে শ্রীধামকে স্থানীয় বাজারে পাঠান। বাজার শেষে বাড়ি ফিরলে শ্রীধামের কাছে তার বাবা বাড়তি টাকা ফেরত চান। এ সময় শ্রীধাম জানায়, বাজার করে বেচে যাওয়া চার টাকা দিয়ে সে চানাচুর কিনে খেয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে দীনেশ তার ছেলেকে সজোরে থাপ্পড় মারেন। পরে শ্রীধাম অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সদস্যরা শ্রীধামকে দ্রুত ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাতেই কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়। রাত ১২টার দিকে শ্রীধাম মারা যায়। এ ব্যাপারে হাসপাতালে থাকা শ্রীধামের মা বা পরিবারের সদস্যদের সাথে কথা বলা সম্ভব হয়নি। তবে হাসপাতালে তার বাবাকে দেখা যায়নি।