স্টাফ রিপোর্টার: বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্রী ফুটফুটে শিশু জেবা খাতুন (৭) নিহত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে আলমডাঙ্গার চিৎলা রুইথনপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় মোটরসাইকেলের ধাক্কায় আছড়ে পড়ে গুরুতর জখম হয় সে। তাকে উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় নেয়ার পথে মাগুরায় পৌঁছে সে মারা যায়।
নিহত জেবা খাতুন চুয়াডাঙ্গা আলমডাঙ্গার চিৎলা ইউনিয়নের রুইথনপুর গ্রামের রমজান আলীর মেয়ে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জেবা খাতুনের নিকটজনেরা বলেছেন, জেবা খাতুন চিৎলা-রুইথনপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। গতকাল সকালে সে স্কুলে যায়। স্কুলের সামনেই রাস্তা পার হতে গেলে চিৎলা গ্রামেরই হালিমের ছেলে শাকিবুল ইসলাম শাকিব মোটরসাইকেলযোগে এসে ধাক্কা মারে। শিশু জেবা আছড়ে পড়ে। মাথায় ও হাতে গুরুতর আঘাতপ্রাপ্ত হয় সে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎক প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত ঢাকায় নেয়ার পরামর্শ দেন। দুপুরে তাকে ঢাকার উদ্দেশে নেয়া হয়। বিকেল আনুমানিক ৩টার দিকে মাগুরা অতিক্রমের সময় সে মারা যায়। মৃতদেহ তার নিজ গ্রামে নিয়ে গতকালই দাফন কাজ সম্পন্ন করা হয়েছে।