মাথাভাঙ্গা মনিটর: চোট সমস্যা আর গত তিন ম্যাচে জয়শূন্য থাকার হতাশা কাটিয়ে মরসুমের প্রথম ম্যানচেস্টার ডার্বি জিতে নিয়েছে সিটি। সার্জিও আগুয়েরোর একমাত্র গোলে নগর প্রতিপক্ষ ইউনাইটেডকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে ভালোভাবেই টিকে রইলো বর্তমান চ্যাম্পিয়নরা।
মরসুমের প্রথম ম্যানচেস্টার ডার্বির আগে দুই দলেই ছিলো চোট সমস্যা। মিডফিল্ডার দাভিদ সিলভাকে ছাড়াই গতকাল রোববার ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে খেলতে নামে ম্যানচেস্টার সিটি। আর ম্যানচেস্টার ইউনাইটেডে ছিলেন না স্ট্রাইকার রাদামেল ফালকাও। তবে নিষেধাজ্ঞা কাটিয়ে স্ট্রাইকার ওয়েইন রুনি ফেরার স্বস্তি ছিল ইউনাইটেড শিবিরে। দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্সও ভালো ছিলো না। নতুন কোচ লুইস ফন গালের অধীনে মৌসুমের শুরু থেকেই হোঁচট খেতে খেতে পথ চলছে ইউনাইটেড। অন্যদিকে, মৌসুমটা ভালোভাবে শুরু করলেও সাম্প্রতিক সময়টা ভালো কাটছিল না সিটির। সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩ ম্যাচে জয়হীন ছিলো মানুয়েল পেল্লেগ্রিনির দল। ইতিহাদে ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে লড়াই জমে ওঠে। দশম মিনিটে এগিয়ে যাওয়ার ভালো একটা সুযোগও পেয়েছিল অতিথিরা। কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারেননি বেলজিয়ামের মিডফিল্ডার আদনান ইয়ানুজাই।
শেষ দিকে ধারাবাহিক আক্রমণ করে যাওয়া সিটি ব্যবধান বাড়ানোর কয়েকটা সুযোগ পেয়েছিল। ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিল ইউনাইটেডও। কিন্তু উভয় দলের আক্রমণভাগের ব্যর্থতায় ১-০ স্কোরলাইনেই ম্যাচ শেষ হয়। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে নবম স্থানে নেমে গেছে ইউনাইটেড।