দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক সংসদ সদস্য কুষ্টিয়ার বুলবুল খ্যাত বক্তা মাও. হাবিবুর রহমানের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলাধীন লোকনাথপুর গ্রামের জামায়াত নেতা মাও. হাবিবুর রহমান ১৯৯১ সালে জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১০ সালের ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় নিজ বাড়িতে ৭৫ বছর বয়সে তিনি মারা যান। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলীয় ও পারিবারিকভাবে কর্মসূচি পালন করা হবে বলে তার পারিবারিকসূত্রে জানা গেছে।