স্টাফ রিপোর্টার: একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশ দেয়া রায়ের প্রতিবাদে তিনদিনের ডাকা দ্বিতীয় দফার হরতালের প্রথমদিন ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। গতকাল রোববার সকাল ছয়টা থেকে মঙ্গলবার ভোর ছয়টা পর্যন্ত এ হরতাল চলবে। জামায়াতে ইসলামী আগামী বৃহস্পতিবারও সারাদেশে ২৪ ঘণ্টার হরতাল আহ্বান করেছে। গতকাল মানবতাবিরোধী অপরাধের দায়ে মীর কাশেমের মৃত্যুদণ্ডাদেশ দেয়ার প্রতিবাদে জামায়তে ইসলামী এ হরতালের ডাক দেয়। একই সাথে বুধবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
রোববারের হরতালে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কালীগঞ্জে শিবিরের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। হরতাল চলাকালে চুয়াডাঙ্গা-মেহেরপুরে দূরপাল্লার কোচ চলেনি। রাজধানীসহ সারাদেশে বাসে অগ্নিসংযোগ, ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণসহ বিচ্ছিন্ন সংঘর্ষ হলেও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। হরতালে রাজধানীবাসীর জীবনযাত্রায় তেমন প্রভাব পড়েনি।
তবে সকালে জামায়াতের আরেক নেতা মীর কাসেম আলীর রায়কে কেন্দ্র করে সাধারণ মানুষের মাঝে কিছুটা আতঙ্ক লক্ষ্য করা যায়। হরতালের মধ্যে দেয়া রায়ের কারণে পরিস্থিতি অস্থিতিশীল হতে পারে বলেও আশঙ্কা ছিলো। কিন্তু তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জামায়াত-শিবিরের ঝটিকা মিছিল, কয়েকটি যানবাহনে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। হরতালে নাশতকার চেষ্টার অভিযোগে সারা দেশে জামায়াত-শিবির নেতাকর্মীসহ ১৭৮ জনকে আটক করা হয়।
জামায়াতের হরতাল এবং মীর কাসেমের রায়কে কেন্দ্র করে ঢাকাসহ সারা দেশে নেয়া হয় ব্যাপক নিরাপত্তা। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ ও র্যাব। সড়কের বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজনদের তল্লাশি করে পুলিশ। র্যাব-পুলিশের পাশাপাশি টহলে ছিল বিজিবি ও ভ্রাম্যমাণ আদালত।
মেহেরপুর অফিস জানিয়েছে, হরতালের প্রথম দিন গতকাল রোববার মেহেরপুরে তেমন কোনো প্রভাব পড়েনি। সকাল থেকে দূরপাল্লার যান-বাহন চলাচল করেনি। তবে জেলা শ্রমিকলীগের উদ্যোগে মিছিল বের হয়। মেহেরপুর-চুয়াডাঙ্গা ও মেহেরপুর-কুষ্টিয়া রুটে কয়েকটি লোকাল বাস চলাচল করতে দেখা গেছে। শহরে নসিমন-করিমন, আলগামন, অটোরিকশাসহ ছোটখাটো যানবাহন চলাচল করেছে। স্কুল-কলেজ ও অফিস-আদালত খোলা ছিলো এবং ব্যাংক-বীমায় স্বাভাবিকভাবে লেনদেন হয়েছে। হরতালের পক্ষে কোনো মিছিল কিংবা পিকেটিং এর খবর পাওয়া যায়নি। যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা রোধে শহরের মোড়ে মোড়ে ও গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়
কালীগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, গতকাল রোববার সকাল ৬টা থেকে শুরু হয়েছে। হরতালের নাশকতা সৃষ্টির প্রস্তুতিকালে কালীগঞ্জ উপজেলা ছাত্রশিবির সাধারণ সম্পাদক আরিচ হোসেনকে আটক করেছে পুলিশ। কালীগঞ্জ থানার এসআই নিরব হোসেন জানান, হরতালে নাশকতা সৃষ্টির প্রস্তুতিকালে জেলার কালীগঞ্জ বড়-ঘিঘাটি গ্রাম থেকে উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আরিচ হোসেনকে আটক করেছে পুলিশ। এদিকে জেলার বিভিন্ন গুরুত্বপুর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এদিকে জেলা বিভিন্ন স্থানে পুলিশের পাশাপাশি র্যাব টহল দিচ্ছে। হরতালের কারণে অধিকাংশ দোকান পাট খোলা রয়েছে। অফিসগামী যাত্রীরা যানবাহন না চলায় পড়েছেন বিপাকে। স্থানীয় ও দূরপাল্লাসহ জেলার কোনো রুটে কোনো ধরনের যানবাহন চলাচল করতে দেখা যায়নি।
মহেশপুর প্রতিনিধি জানিয়ছেন, মহেশপুর উপজেলা শহরে রোববার ডাকা হরতাল ঢিলেঢালা ভাবে পালিত হয়েছে। শহর থেকে কোনো দূরপাল্লার যানবাহন ছেড়ে য়ায়নি। মিনিবাস চলাচল করতে দেখা যায়নি। শহরে জামায়াত-শিবিরের কোনো পিকেটারকে দেখা যায়নি। শহরে কোনো দোকান পাট খোলা ছিলো না। নসিমন, করিমন, আলমসাধু, বেবিট্যাক্সি, মিশুক, ভ্যান চলাচল করতে দেখা যায়। শহরে মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন ছিলো।