স্টাফ রিপোর্টার: ওয়ার্ল্ড হ্যারিটেজ সুন্দরবনে আজ শনিবার থেকে দ্বিতীয় দফায় শুরু হচ্ছে বাঘ গণনার কাজ। এবারও বাঘ গণনায় ব্যবহৃত হবে ক্যামেরা পদ্বতি। বন্যপ্রাণী সংরক্ষণ প্রকল্প বিষয়ক আঞ্চলিক সহযোগিতায় ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে আগামী জুন পর্যন্ত চলবে এ বাঘ গণনা। এবার গণনায় সুন্দরবনের বাংলাদেশ অংশে নিচ্ছেন ৩০ জন মাঠকর্মী। বাঘ গণনার জন্য ৮৯টি ক্যামেরা ব্যবহার করা হবে। এবারই প্রথম বাঘ গণনার জন্য পদ চিহ্নের পরিবর্তে ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। ওয়াইল্ডলাইফ ম্যানেজমেন্ট ও ন্যাচার কনজারভেশনের দায়িত্বে নিয়োজিত বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) জাহিদুল কবির জানান, দু বছর মেয়াদী এ প্রল্পটি বাস্তবায়নে ব্যয় হবে প্রায় দু কোটি ২৫ লাখ টাকা। এর আগে সুন্দরবনে ক্যামেরা ট্রাপড বাঘ গণনার প্রথম ধাপ শেষ হয় গত এপ্রিলে মাসে। এ সময় বাঘের চলাচল ও ছবি ধারণের জন্য সুন্দরবনের বিভিন্ন স্থানে ৮৯টি স্বয়ংক্রিয় ক্যামেরা বসানো হয়েছিলো। প্রতিটি ক্যামেরা টানা বিশ দিন ধরে প্রায় তিনশত বর্গ কিলোমিটার এলাকার ছবি ধারণ করতে সক্ষম। প্রথম পর্যায়ের গণনার ফলাফল ঘোষণা করা হবে না। ছবি বিশ্লেষণের পর বাঘের প্রকৃত সংখ্যা নিরূপণ করা হবে।