জেলের ভেতরে বন্দীদের ফ্যাশন শো

 

মাথাভাঙ্গা মনিটর: সংশোধনের সুযোগ পেলে অপরাধীরাও সমাজে উজ্জ্বল দৃষ্টান্ত হতে পারেন। এ কথা প্রমাণ করলো মেয়েদের জন্য ইসরায়েলের একমাত্র কারাগারের কয়েদিরা। চলতি সপ্তায় দারুণ ফ্যাশন শো হয়ে গেলো নেভে তিরজা জেলে। বিভিন্ন অপরাধমূলক কাজের শাস্তি হিসেবে তাদের ঠাঁই হয়েছে এই সংশোধানাগারে। মেয়েদের জন্য ইসরায়েলের একমাত্র এ জেল কয়েদিদের চিরকালের জন্য অপরাধী হিসেবে দেখতে চায় না। যার যে কাজে মেধা আছে জেলজীবন শেষে তারা সেরকম কোনো কাজ করে গৌরবজনক জীবন শুরু করুক- তাই চায় জেল কর্তৃপক্ষ। সেই চাওয়া থেকেই কয়েদিদের নিয়ে ফ্যাশন শো-র আয়োজন, তাও আবার তাদের তৈরি পোশাক দিয়েই। অপরাধের শাস্তিকে দূরে রেখে কয়েক ঘণ্টার জন্য হাঁটার সুযোগ মিলেছিল ৱ্যাম্পে, মডেল বেশে। আর সেই সুযোগ পেয়ে রীতিমতো পেশাদারদের মতো ক্যাটওয়াক করে তাক লাগিয়ে দিলেন বন্দীরা। অভিনব এ ফ্যাশন শো-কে সফল করে তুলতে গুছিয়েই কাজ শুরু করেছিলো ইসরায়েলের ফ্যাশন স্কুল স্টুডিয়ো সিক্স-বি। স্কুলের বিজনেস ডেভলপমেন্ট অফিসার ইয়ানিভ শোয়ারৎজ জানিয়েছেন, তাদের দায়িত্ব ছিলো মূলত ফ্যাশন শো-র জন্য বন্দীদের গ্রুপ করা। সে দায়িত্ব তারা ভালোভাবেই পালন করেছেন সে কথা বলার অপেক্ষা রাখে না। তাদের কাছে প্রশিক্ষণ পেয়ে দারুণ সব পোশাক তৈরি করেছেন বন্দীরা, যে পোশাক পরে রেড কার্পেটের ওপর পেশাদার মডেলদের মতো ক্যাটওয়াক করেছেন বন্দীরা। ক্যাটওয়াক শুরুর আগে হেয়ারস্টাইলও করেছেন নিজেরাই।

Leave a comment