চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থী তালিকা ঘোষণা

 

সভাপতি পদে নুরুল সম্পাদক পদে বেলাল প্রার্থী

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী আইনজীবী পরিষদের প্যানেল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে এ ঘোষণা দেন প্রার্থী বাছাই কমিটির আহবায়ক অ্যাড. নুরুল ইসলাম। এ সময় সভাপতি-সম্পাদকসহ ১৫ জন প্রার্থী ও হিউম্যান রাইটস মনিটরিং সেলের সম্পাদক প্রার্থীর নাম ঘোষণা করা হয়।

আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থীরা হলেন- সভাপতি পদে নুরুল ইসলাম, সহসভাপতি পদে খন্দকার নাসির উদ্দিন ও আশরাফুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক পদে বেলাল হোসেন, যুগ্মসম্পাদক পদে এসএম শরীফ উদ্দীন হাসু ও শফিকুল ইসলাম শফি। কার্যকরী সদস্য পদের প্রার্থীরা হলেন- জায়েন উদ্দিন পান্না, রবিউল হক রবি, আনারুল হক, মকলেছুর রহমান, নাসির উদ্দিন (৩), সুজা উদ্দিন, তছলিম উদ্দিন ফিরোজ, মাসুদুর রহমান রানা ও আবু তালেব। এ সময় চুয়াডাঙ্গা জেলা হিউম্যান রাইটস মনিটরিং সেলের সাধারণ সম্পাদক পদে আতিয়ার রহমানের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

আওয়ামী আইনজীবী পরিষদের বাছাই কমিটির অন্যান্য সদস্যরা হলেন- মোল্লা আব্দুর রশিদ, শামসুজ্জোহা, শফিকুল ইসলাম, রফিকুল আলম রান্টু, বেলাল হোসেন, তালিম হোসেন, আব্দুল মালেক, আফতাব উদ্দিন ও তছলিম উদ্দিন ফিরোজ। উল্লেখ্য, চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন-২০১৫ আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।

Leave a comment