মাথাভাঙ্গা মনিটর: ব্যাট হাতে সফল একদিন কাটলো পাকিস্তানের। আবুধাবিতে দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ৩০৪/২। পাকিস্তানের ব্যাট হাতে ফর্ম ধরে রেখেছেন ইউনুস খান। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ব্যক্তিগত ১১১ রানে অপরাজিত রয়েছেন পাকিস্তানের এ টপঅর্ডার ব্যাটসম্যান। প্রথম টেস্টের উভয় ইনিংসে সেঞ্চুরি হাঁকানো ইউনুস খানের সাথে জুটিতে ব্যাট হাতে ফর্ম দেখাচ্ছেন আজহার আলীও। প্রথম দিন শেষে ১০১ রানে অপরাজিত আজহার আলী। তৃতীয় উইকেটে এ জুটির সংগ্রহ অপরাজিত ২০৮ রান। দুবাইয়ে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে দেড়শ রানের জুটি গড়েন ইউনুস-আজহার। গতকাল বৃহস্পতিবার আবুধাবি টেস্টে টস জিতে ব্যাটিং বেছে নেয় পাকিস্তান। ওপেনিং জুটিতে ৫৭ রান তুলে নেন আহমেদ শেহজাদ ও মোহাম্মদ হাফিজ। ব্যক্তিগত ৩৫ রানে শেহজাদ ও ৪৫ রানে হাফিজ উইকেট খোয়ালে লাঞ্চের পর পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৯৬/২।
দিন শেষে পাকিস্তান ৩০৪/২
