জেএসসি ও জেডিসি পরীক্ষার প্রস্তুতিসভায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক

পরীক্ষা গ্রহণকালে সংশ্লিষ্টদেরকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন বলেছেন, জেএসসি ও জেডিসি পরীক্ষা গ্রহণকালে সংশ্লিষ্টদেরকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। যেদিন যে পরীক্ষা গ্রহণ করা হবে, ওইদিন বিষয়ভিত্তিক শিক্ষকদেরকে কক্ষ পরিদর্শনের দায়িত্ব দেয়া যাবে না। যে কেন্দ্রে যে বিদ্যালয়ের পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন, সেখানে ওই স্কুলের শিক্ষক পরীক্ষক হতে পারবেন না। স্কুল ম্যানেজিং কমিটির কোনো সদস্য পরীক্ষা চলাকালে ভেতরে থাকতে পারবেন না। প্রশ্ন বিলির আগে ভালো করে দেখে নিতে হবে।

গতকাল বুধবার বিকেল তিনটায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ২০১৪ সালের জেএসসি ও জেডিসি পরীক্ষার প্রস্তুতিমূলকসভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন এ কথা বলেন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আঞ্জুমান আরা, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন, সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদুর রহমান, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম, সহকারী কমিশনার সৈয়দা নাফিস সুলতানা, ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোরী মোহন সরকার, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাহফুজুল হোসেন, সদর থানার পরিদর্শক (তদন্ত) এএইচএম কামরুজ্জামান খান, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস জাহান, ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা, চুয়াডাঙ্গা একাডেমীর প্রধান শিক্ষক সুকেশ কুমার সাহা ও চুয়াডাঙ্গা ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ খালিদ সাইফুল্লাহসহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ।

আগামী ২ নভেম্বর থেকে শুরু হওয়া চুয়াডাঙ্গা জেলায় জেএসসি পরীক্ষায় ১৩ হাজার ৯২৫ ও জেডিসি পরীক্ষায় ১ হাজার ৬২৫ জন অংশ নিতে যাচ্ছে।

Leave a comment