চুয়াডাঙ্গা জেলার স্ট্রেন দিং জিও কোডিং কর্মসূচি কমিটির দ্বিতীয় পর্যায়ের সভা অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলার স্ট্রেন দিং জিও কোডিং কর্মসূচি কমিটির দ্বিতীয় পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে চারটায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা জেলার স্ট্রেন দিং জিও কোডিং কর্মসূচি কমিটির সভাপতি জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মো. আমজাদ হোসেন। উপস্থিত ছিলেন- কমিটির সদস্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আঞ্জুমান আরা, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদুর রহমান, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মহ. শামসুজ্জোহা, সদর থানার পরিদর্শক (তদন্ত) এএইচএম কামরুজ্জামান খান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান এবং জিও কোডিং এক্সপার্ট চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মো. রোকনুজ্জামান ও বাংলা বিভাগের শিক্ষক মুন্সি আবু সাঈফ।

অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন বলেন, জিও কোডিং পদ্ধতি হচ্ছে সবচেয়ে নির্ভরযোগ্য ও নির্ভুল বানানে স্থানের নাম লিখন পদ্ধতি। অর্থাৎ সকলেই যেন একই বানানে ইংরেজি এবং বাংলায় জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন, গ্রাম, মহল্লা, ওয়ার্ড ও মৌজার নাম লেখার বানানরীতি অনুসরণ করে। এটা অনুমোদনের পর থেকে আগামী দিনগুলোতে সকল প্রকার দাপ্তরিক কাজে এ বানানরীতি অনুসরণ করা বাধ্যতামূলক করা হবে।

Leave a comment